নিচের কোন বানানটি শুদ্ধ?
A
নিশিথিনী
B
নিশীথীনি
C
নিশিথীনী
D
নিশীথিনী
উত্তরের বিবরণ
• সঠিক বানান: নিশীথিনী
-
'নিশীথিনী' একটি বিশেষ্য শব্দ।
-
এটি মূলত সংস্কৃত থেকে আগত।
অর্থ: -
রাত
-
রজনী
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago
নিচের কোন শব্দটি প্রমিত বানানে ভুল?
Created: 2 months ago
A
রূপালি
B
হেঁয়ালি
C
মিতালী
D
বর্ণালি
‘-আলি’ প্রত্যয়যুক্ত শব্দের বানান নিয়ম (বাংলা একাডেমি প্রমিত)
মূল নিয়ম:
-
'-আলি' দ্বারা সমাপ্ত সব শব্দে ই-কার ব্যবহার হবে।
-
অর্থাৎ, আলিফের পরিবর্তে ই-কার গ্রহণ করা হবে।
উদাহরণ:
অশুদ্ধ বানান | শুদ্ধ বানান |
---|---|
মিতালী | মিতালি |
সোনালী | সোনালি |
বর্ণালি | বর্ণালি |
খেয়ালি | খেয়ালি |
রূপালি | রূপালি |
হেঁয়ালি | হেঁয়ালি |
বিঃদ্রঃ এখানে বানান সংশোধনের মূল ভিত্তি হলো ই-কার ব্যবহার।

0
Updated: 2 months ago
নিচের কোন শব্দটি শুদ্ধ?
Created: 1 month ago
A
কৌতুহল
B
কৌতূহল
C
কাংখিত
D
শ্রদ্ধাঞ্জলী
কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।

0
Updated: 1 month ago
অশুদ্ধ বানান -
Created: 1 month ago
A
কঙ্কাল
B
ভদ্রোচিত
C
ভ্রাতূষ্পুত্র
D
অভিভূত
শব্দ: ভ্রাতুষ্পুত্র
-
অশুদ্ধ বানান: ভ্রাতূষ্পুত্র
-
পদবর্গ: বিশেষ্য
-
অর্থ: ভাইয়ের ছেলে
অন্য উদাহরণ (শুদ্ধ বানান):
-
অভিভূত
-
ভদ্রোচিত
-
কঙ্কাল
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago