Quarterly শব্দের অর্থ কী?
A
সাপ্তাহিক
B
পাক্ষিক
C
ষান্মাসিক
D
ত্রৈমাসিক
উত্তরের বিবরণ
‘Quarterly’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো ত্রৈমাসিক।
এছাড়াও,
-
‘Daily’ শব্দটির বাংলা পরিভাষা দৈনিক পত্র।
-
‘Periodical’ শব্দের বাংলা রূপ সাময়িকী।
-
‘Half-yearly’ অর্থে ব্যবহৃত হয় ষাণ্মাসিক।
-
‘Annuity’ শব্দের পরিভাষা বার্ষিক।
-
‘Fortnightly’ এর জন্য বাংলায় ব্যবহৃত হয় পাক্ষিক।
-
‘Weekly’ শব্দটির বাংলা পরিভাষা সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 2 months ago
তাসের ঘর- শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
সর্বনাশ
B
তামাশা
C
ক্ষণস্থায়ী
D
ভন্ড
"তাসের ঘর" শব্দগুচ্ছের অর্থ হলো— ক্ষণস্থায়ী (অর্থাৎ স্থায়িত্বহীন, অল্প সময়েই ভেঙে যায় এমন কিছু)।
তাস দিয়ে বানানো ঘর খুব সহজেই ভেঙে পড়ে যায়, এর কোনো স্থায়িত্ব নেই। তাই কোনো বস্তু বা অবস্থা যখন অনিশ্চিত, অস্থির বা সহজেই ধ্বংস হয়ে যেতে পারে, তখন তাকে “তাসের ঘর” এর সাথে তুলনা করা হয়।
✅ সঠিক উত্তর: গ) ক্ষণস্থায়ী

0
Updated: 2 months ago
Ad-hoc এর অর্থ কী?
Created: 1 month ago
A
তদর্থক
B
অস্থায়ী
C
শপথপত্র
D
ক ও খ উভয়ই
লাতিন শব্দ Ad hoc এর মানে হলো for this বা “একমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে”।
বাংলায় এর অর্থ দাঁড়ায় তদর্থক বা অস্থায়ী। অর্থাৎ কোনো নির্দিষ্ট কাজ বা পরিস্থিতি মোকাবিলার জন্য গঠিত বা করা হয়, যা স্থায়ী নয়।
যেমন: Ad-hoc committee মানে “তদর্থক/অস্থায়ী কমিটি”, যা কেবল একটি বিশেষ সমস্যার সমাধানের জন্য তৈরি হয়।
বিকল্প বিশ্লেষণ:
-
ক) তদর্থক → সঠিক
-
খ) অস্থায়ী → সঠিক
-
গ) শপথপত্র → ভুল
-
ঘ) ক ও খ উভয়ই → সঠিক উত্তর

0
Updated: 1 month ago
'খদ্দর' শব্দের অর্থ-
Created: 1 month ago
A
ক্রেতা
B
বিপদ
C
ক্ষণকাল
D
কাপড় বিশেষ
শব্দ ও অর্থ (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে):
-
খদ্দর = কাপড় বিশেষ
-
খতর = বিপদ
-
খদ্দের = ক্রেতা
-
খনেক = ক্ষণকাল

0
Updated: 1 month ago