A
সাপ্তাহিক
B
পাক্ষিক
C
ষান্মাসিক
D
ত্রৈমাসিক
উত্তরের বিবরণ
‘Quarterly’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো ত্রৈমাসিক।
এছাড়াও,
-
‘Daily’ শব্দটির বাংলা পরিভাষা দৈনিক পত্র।
-
‘Periodical’ শব্দের বাংলা রূপ সাময়িকী।
-
‘Half-yearly’ অর্থে ব্যবহৃত হয় ষাণ্মাসিক।
-
‘Annuity’ শব্দের পরিভাষা বার্ষিক।
-
‘Fortnightly’ এর জন্য বাংলায় ব্যবহৃত হয় পাক্ষিক।
-
‘Weekly’ শব্দটির বাংলা পরিভাষা সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 3 weeks ago
‘শীকর’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
রাজস্ব
B
মেনে নেওয়া
C
জলকণা
D
গাছের মূল
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।

0
Updated: 1 month ago
'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?
Created: 5 days ago
A
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
B
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
C
কোনটি চরাচরের, আর কোনটি নয়
D
কোনটি আচার্যের, আর কোনটি নয়
চর্যাপদ
চর্যাপদের মূল নাম ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
-
এটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন।
-
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুথি আবিষ্কার করেন।
শব্দ বিশ্লেষণ:
-
চর্যাচর্য (বিশেষ্য): অর্থ হলো – “আচরণযোগ্য ও অনাচরণীয়”, অর্থাৎ কী পালনযোগ্য এবং কী বর্জনীয়।
-
বিনিশ্চয় (বিশেষ্য): অর্থ হলো – “স্থির সিদ্ধান্ত” বা “নিঃসন্দেহে নির্ধারিত বিষয়”।
পূর্ণ ব্যাখ্যা:
-
সুতরাং, চর্যাচর্যবিনিশ্চয় অর্থ হলো: “কোনটি আচরণযোগ্য আর কোনটি অনাচরণীয়, তা যে গ্রন্থে বা গীতিকবিতায় স্থিরভাবে নির্ধারিত হয়েছে”।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি

0
Updated: 5 days ago
শিখণ্ডী শব্দের অর্থ কী?
Created: 3 weeks ago
A
কবুতর
B
কোকিল
C
খরগোশ
D
ময়ূর
‘শিখণ্ডী’ শব্দটি দ্বারা বোঝানো হয় ময়ূর।
• ‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী এবং বর্হিণ।
অন্যদিকে,
-
‘খরগোশ’ শব্দের একটি সমার্থক শব্দ হলো শশক।
-
‘কবুতর’ শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়: কপোত, নোটন, পায়রা ও পারাবত।
-
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে: অন্যপুষ্ট, কলকণ্ঠ এবং পিক।
তথ্যসূত্র: বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখর প্রণীত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 3 weeks ago