'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
A
দিলারা হাশেম
B
রাজিয়া খান
C
রিজিয়া রহমান
D
সেলিনা হোসেন
উত্তরের বিবরণ
রাজিয়া খান
- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপক ছিলেন।
- অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'বটতলার উপন্যাস' এবং বিবিসি নিউজ বাংলা।

0
Updated: 2 months ago
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
Created: 1 month ago
A
এস. ওয়াজেদ আলী
B
আবুল হাসেম
C
আবুল মনসুর আহমদ
D
আবুল হুসেন
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৮) গ্রন্থটি আবুল মনসুর আহমদ রচিত একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থে তিনি তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
আবুল মনসুর আহমদ রচিত আরেকটি গুরুত্বপূর্ণ রাজনীতি বিষয়ক গ্রন্থ হলো ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ (১৯৭৩)।
আবুল মনসুর আহমদ: সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাহিত্যিক।
-
বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও তিনি বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই বেশি পরিচিত।
-
তাঁর রচিত গল্পগ্রন্থ: ‘আয়না’ এবং ‘ফুড কনফারেন্স’।
-
আত্মজীবনীমূলক রচনা: ‘আত্মকথা’।

0
Updated: 1 month ago
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 1 month ago
A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম-
Created: 2 months ago
A
দৃষ্টিহীন
B
লীলাময় রায়
C
নীহারিকা দেবী
D
টেকচাঁদ ঠাকুর
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
-
কবি, ঔপন্যাসিক ও সম্পাদক
-
জন্ম: ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর, নোয়াখালী; আদি নিবাস: মাদারীপুর
-
১৯২১ সালে ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত
-
রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের উল্লেখযোগ্য লেখক
উপন্যাস:
কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল
কাব্যগ্রন্থ:
অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, পূর্ব-পশ্চিম, উত্তরায়ণ
অন্যান্য ছদ্মনাম:
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার: দৃষ্টিহীন
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর

0
Updated: 2 months ago