A
ব্যঞ্জন ধ্বনি
B
স্বরধ্বনি
C
নিপাতনে সিদ্ধ
D
বিসর্গ সন্ধি
উত্তরের বিবরণ
পর + পর = পরস্পর — এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি দ্বারা গঠিত শব্দ।
• নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে সেই সন্ধিকে বোঝায়, যা সাধারণ বা নিয়মিত সন্ধি বিধি অনুসরণ না করে গঠিত হয়। এই ধরনের সন্ধিতে ব্যতিক্রমী রূপে শব্দ গঠন ঘটে।
নিপাতনে সিদ্ধ সন্ধির কিছু উদাহরণ নিচে দেওয়া হলো:
-
গো + ইন্দ্র = গবেন্দ্র
-
গো + অক্ষ = গবাক্ষ
-
প্র + এষণ = প্রেষণ
-
কুল + অটা = কুলটা
-
পর + পর = পরস্পর
-
অন্য + অন্য = অন্যান্য
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

0
Updated: 3 weeks ago
'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
রবী + ইন্দ্র
B
রবী + ঈন্দ্র
C
রবি + ইন্দ্র
D
রবি + ঈন্দ্র
সঠিক সন্ধি বিচ্ছেদ
‘রবীন্দ্র’ শব্দটির সন্ধি হলো – রবি + ইন্দ্র = রবীন্দ্র।
নিয়ম:
যখন ই-কার (ি) বা ঈ-কার (ী) এর পর আবার ই-কার (ি) বা ঈ-কার (ী) আসে, তখন এরা মিলিত হয়ে দীর্ঘ ঈ-কার (ী) হয়ে যায়। আর এই দীর্ঘ ঈ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
সুধী + ইন্দ্র = সুধীন্দ্র
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
সতী + ইন্দ্র = সতীন্দ্র
-
অতি + ইত = অতীত
অতএব, নিয়ম অনুযায়ী রবি + ইন্দ্র = রবীন্দ্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 week ago
'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ -
Created: 1 month ago
A
শির + ছেদ
B
শিরঃ + ছেদ
C
শিরশ্ + ছেদ
D
শির + উচ্ছেদ
• 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ - 'শিরঃ + ছেদ'।
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘােষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
যেমন:
• সূত্র: ( ঃ + চ / ছ = শ + চ / ছ),
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
• সূত্র: (ঃ + ট / ঠ = ষ + ট/ ঠ),
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
- নিঃ + ঠুর = নিষ্ঠুর।
• সূত্র: (ঃ + ত / থ = স + ত / থ),
- দুঃ +তর = দুস্তর।
- দুঃ +থ = দুস্থ।

0
Updated: 1 month ago
'সন্ধি' ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
Created: 1 week ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি প্রকাশ পায় বর্ণের মাধ্যমে। তাই বর্ণমালা সম্পর্কিত আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্ব মূলত আলোচনা করে বাগ্যন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল নিয়ে।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
১. ধ্বনি
২. বর্ণ
৩. ধ্বনির উচ্চারণ প্রণালি
৪. উচ্চারণের স্থান
৫. ধ্বনি পরিবর্তন ও লোপ
৬. ষ-ত্ব বিধান
৭. ণ-ত্ব বিধান
৮. সন্ধি

0
Updated: 1 week ago