অশোক সৈয়দ কার ছদ্মনাম?
A
আবদুল মান্নান সৈয়দ
B
সৈয়দ আজিজুল হক
C
আবু সয়ীদ আইয়ুব
D
সৈয়দ শামসুল হক
উত্তরের বিবরণ
আবদুল মান্নান সৈয়দ ও তাঁর ছদ্মনাম
আবদুল মান্নান সৈয়দ, যিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য-সমালোচক, ১৯৪৩ সালের ৩ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যজীবনের সূচনাপর্বে তিনি ‘অশোক সৈয়দ’ নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন।
১৯৬০ সালে তিনি কবিতা লেখা শুরু করেন এবং পরবর্তী পাঁচ দশকব্যাপী এই চর্চা অব্যাহত রাখেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণা, কাব্যনাট্য ও স্মৃতিকথা মিলিয়ে তাঁর রচনার সংখ্যা ১৫০টিরও বেশি।
বাংলা সাহিত্যের লেখক ও তাঁদের ছদ্মনাম
-
সমরেশ বসু → কালকূট
-
রাজশেখর বসু → পরশুরাম
-
বলাইচাঁদ মুখোপাধ্যায় → বনফুল
-
মধুসূদন মজুমদার → দৃষ্টিহীন
-
সোমেন চন্দ → ইন্দ্রকুমার সোম
-
বিমল ঘোষ → মৌমাছি
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় → যাযাবর
-
সতীনাথ ভাদুড়ী → চিত্রগুপ্ত
-
বিমল মিত্র → জাবালি
-
কালিকানন্দ → অবধূত
-
সৈয়দ মুজতবা আলী → প্রিয়দর্শী
-
সুনীল গঙ্গোপাধ্যায় → নীল লোহিত
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
কোনটি 'কায়কোবাদ' এর উপাধি?
Created: 1 week ago
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেছে।
অন্যদিকে:
• কবিকন্ঠহার ছিল মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি।
• ‘শান্তিপুরের কবি’ হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ‘কবিকঙ্কন’।

0
Updated: 1 week ago
কোন লেখকের ছদ্মনাম "অশীতিপর শর্মা"?
Created: 1 month ago
A
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B
নারায়ণ গঙ্গোপাধ্যায়
C
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
D
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন্দ্রনাথ দত্ত
-
জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রাম
-
পেশা ও পরিচিতি: কবি ও ছান্দসিক; বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা'
-
ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর
অন্যান্য সাহিত্যিকের ছদ্মনাম
-
নারায়ণ গঙ্গোপাধ্যায়: সুনন্দ
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: হাবু শর্মা
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়: যাযাবর
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'কালকূট' — কার ছদ্মনাম?
Created: 3 weeks ago
A
সতীনাথ ভাদুড়ী
B
মণীশ ঘটক
C
সমরেশ বসু
D
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
• সমরেশ বসু – ছদ্মনাম: কালকূট
অন্য ছদ্মনামসমূহ:
-
সতীনাথ ভাদুড়ী – ছদ্মনাম: চিত্রগুপ্ত
-
মণীশ ঘটক – ছদ্মনাম: যুবনাশ্ব
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর

0
Updated: 3 weeks ago