A
বহুব্রীহি
B
কর্মধারয়
C
সুপসুপা
D
অব্যয়ীভাব
উত্তরের বিবরণ
অব্যয়ীভাব সমাস
যখন কোনো অব্যয় পদ একটি শব্দের পূর্বে যুক্ত হয়ে সমাস তৈরি করে এবং সেই অব্যয়টির অর্থই মূল বক্তব্য প্রকাশ করে, তখন তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এ ধরণের সমাসে অব্যয়ের সাহায্যে ব্যাসবাক্য গঠিত হয়, তবে ব্যাসবাক্যে অব্যয়টির নাম বা প্রকৃতি আলাদাভাবে উল্লেখ করা হয় না।
অন্যদিকে, উপসর্গও এক ধরনের অব্যয় হিসেবে বিবেচিত হয়, তাই উপসর্গযুক্ত শব্দগুলোও অব্যয়ীভাব সমাসের অন্তর্গত।
অব্যয়ীভাব সমাসের কিছু উদাহরণ
-
শ্রীর অভাব → বিশ্রী
-
মরণের শেষ পর্যন্ত → আমরণ
-
দানের প্রতিক্রিয়া → প্রতিদান
-
জেলার মতো → উপজেলা
-
বিঘ্নের অনুপস্থিতি → নির্বিঘ্ন
-
সামান্য নত → আনত
-
ভিন্ন মত → মতান্তর
-
আমিষের অনুপস্থিতি → নিরামিষ
-
একটি নির্দিষ্ট লোক → লোকটি
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 weeks ago
'দুধে-ভাতে' - কোন সমাস?
Created: 1 day ago
A
একশেষ দ্বন্দ্ব
B
বহুপদী দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ
D
মিলনার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্বে সমাসে কোনো সমস্যাজনক পদের বিভক্তি ঘটে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 day ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 2 weeks ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।

0
Updated: 2 weeks ago
সমাস নির্ণয় করুন – বেআইনি।
Created: 4 days ago
A
অব্যয়ীভাব
B
নঞ তৎপুরুষ
C
উপপদ তৎপুরুষ
D
নিত্য সমাস
না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন: নৃ বিষয়ক তত্ত্ব= নৃতত্ত্ব (মধ্যপদলোপী কর্মধারয়); নয় কাঁড়া = আকাঁড়া; নাকে খত = নাকে খত (অলুক তৎপুরুষ); দায়ে ঠেকা = দায়েঠেকা (অলুক তৎপুরুষ); উল্লেখ্য, লুনের অভাব = আলুনি (অবয়ীভাব সমাস)।

0
Updated: 4 days ago