Misanthropist means _____.
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
উত্তরের বিবরণ
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 2 months ago
Which of the following is an example of a Soliloquy?
Created: 1 month ago
A
“Out, out brief candle” – Macbeth
B
“All the world’s a stage” – As You Like It
C
“Friends, Romans, countrymen” – Julius Caesar
D
“To be, or not to be” – Hamlet
Soliloquy হলো একক বক্তৃতা, যেখানে মঞ্চে চরিত্র একা থেকে নিজের চিন্তা ও অনুভূতি ব্যক্ত করে। Shakespeare নাটকে Soliloquy-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। Hamlet-এর বিখ্যাত “To be, or not to be” Soliloquy তার মানসিক দ্বন্দ্ব— বেঁচে থাকা ভালো না মৃত্যুবরণ— সেই প্রশ্নকে প্রকাশ করে। এটি দর্শককে চরিত্রের অন্তর্দৃষ্টি বুঝতে সাহায্য করে। অন্য Soliloquy-এর উদাহরণ হলো Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow,” Iago-এর “I hate the Moor” (Othello), Edmund-এর “Thou, nature, art my goddess” (King Lear)। Soliloquy চরিত্রের মনের অবস্থা উন্মোচন করে, দর্শককে নাটকের গভীরে নিয়ে যায়। তাই Hamlet-এর উক্তিটি Soliloquy-এর শ্রেষ্ঠ উদাহরণ।

0
Updated: 1 month ago
Which of the following is an example of a Fable?
Created: 1 month ago
A
Gulliver’s Travels – Jonathan Swift
B
The Panchatantra – Indian Literature
C
Paradise Lost – John Milton
D
Hamlet – William Shakespeare
Fable হলো একটি ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রাচীন গ্রিকের Aesop’s Fables, ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং ফ্রান্সের La Fontaine’s Fables হলো এর বিখ্যাত উদাহরণ। Fable-এর বৈশিষ্ট্য হলো— এতে চরিত্র সাধারণত প্রাণী হয় এবং গল্পের শেষে একটি নীতি বা শিক্ষা প্রদান করা হয়। যেমন, The Fox and the Grapes শিখায় “যা পাওয়া যায় না তা অবহেলা করা সহজ।” The Panchatantra ভারতীয় সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন যেখানে পাঁচ খণ্ডে বিভিন্ন নৈতিক গল্প বলা হয়েছে। তাই সঠিক উত্তর হলো “The Panchatantra।”

0
Updated: 1 month ago
Which play is an example of Absurd Drama?
Created: 1 month ago
A
Hamlet – Shakespeare
B
Doctor Faustus – Christopher Marlowe
C
Oedipus Rex – Sophocles
D
Waiting for Godot – Samuel Beckett
Absurd Drama হলো এমন নাটক যেখানে জীবনের অর্থহীনতা, বিশৃঙ্খলা এবং আধুনিক মানুষের মানসিক দ্বন্দ্ব প্রকাশ পায়। এখানে গল্পের সুস্পষ্ট কাহিনি বা যৌক্তিক অগ্রগতি অনুপস্থিত থাকে। Samuel Beckett এর “Waiting for Godot” এই ধারার সর্বাধিক আলোচিত নাটক। নাটকটিতে দুই চরিত্র Vladimir এবং Estragon সারাদিন “Godot” নামের এক ব্যক্তির জন্য অপেক্ষা করে, যিনি কখনো আসেন না। এটি মানবজীবনের অপেক্ষা, অর্থহীনতা এবং অস্তিত্ববাদী সমস্যার প্রতীক। Absurd Drama-তে দর্শক বিভ্রান্ত হয়, কারণ সেখানে বাস্তবতার মতোই কোনো নিশ্চিত সমাধান থাকে না। এ কারণে এটিকে আধুনিক বিশ্বের বিভ্রান্তি ও নিরাশার প্রতিফলন বলা হয়।

0
Updated: 1 month ago