A
person who writes about his own life writes-
A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
উত্তরের বিবরণ
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.

0
Updated: 2 months ago
Which of the following is one of the six elements of Tragedy according to Aristotle?
Created: 1 month ago
A
Allegory
B
Plot
C
Elegy
D
Satire
Aristotle তাঁর Poetics-এ Tragedy-এর ছয়টি মূল উপাদান উল্লেখ করেছেন: Plot, Character, Diction, Thought, Spectacle, এবং Song (Music)। এর মধ্যে Plot সবচেয়ে গুরুত্বপূর্ণ। Plot হলো ঘটনাবলীর বিন্যাস, যেখানে একটি শুরু, মধ্য ও শেষ থাকে। এটি নাটকের আত্মা বা মেরুদণ্ড। Aristotle বলেন, চরিত্র বা ভাষার চাইতেও Plot বেশি জরুরি, কারণ ঘটনাবলীই ট্র্যাজেডির আবেগকে (pity এবং fear) জাগ্রত করে। যেমন Oedipus Rex-এ Plot এমনভাবে সাজানো যে সত্য উদ্ঘাটন এবং অনিবার্য পতন দর্শককে গভীরভাবে নাড়া দেয়। তাই Tragedy-এর মূল ভিত্তি Plot, এবং এটি ছয় উপাদানের মধ্যে প্রধানতম।

1
Updated: 1 month ago
Which of the following is an example of a Historical Novel?
Created: 1 month ago
A
War and Peace – Leo Tolstoy
B
Pride and Prejudice – Jane Austen
C
Brave New World – Aldous Huxley
D
Jane Eyre – Charlotte Brontë
Novel হলো দীর্ঘ আকারের গদ্যকাহিনি যেখানে চরিত্র, কাহিনি, প্রেক্ষাপট ও থিম বিস্তৃতভাবে প্রকাশ পায়। Novel-এর বিভিন্ন ধরন আছে— Historical, Realist, Romantic, Science Fiction, Mystery, Modernist ইত্যাদি। Historical Novel ইতিহাসভিত্তিক, যেখানে অতীত ঘটনা, যুদ্ধ বা রাজনৈতিক প্রেক্ষাপট কাহিনির কেন্দ্রে থাকে। Leo Tolstoy এর War and Peace একটি মহান Historical Novel যেখানে Napoleon-এর যুদ্ধকালীন রাশিয়ার সামাজিক ও পারিবারিক জীবন বর্ণনা করা হয়েছে। অন্যদিকে Jane Austen এর Pride and Prejudice হলো Realist Novel, Charlotte Brontë এর Jane Eyre Romantic Novel এবং Aldous Huxley এর Brave New World হলো Science Fiction। তাই সঠিক উত্তর হলো War and Peace।

0
Updated: 1 month ago
What is the main difference between Literary Terms and Figures of Speech?
Created: 1 month ago
A
Literary Terms are broader concepts, and Figures of Speech are limited to decoration
B
Figures of Speech are broader, Literary Terms are limited
C
Both are the same
D
None of the above
Literary Terms বলতে বোঝায় সাহিত্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সব ধরনের ধারণা, ধারা, কৌশল ও গঠন (যেমন— Allegory, Tragedy, Catharsis, Stream of Consciousness)। এগুলো সাহিত্য বোঝা ও বিশ্লেষণের বৃহত্তর কাঠামো। অন্যদিকে Figures of Speech হলো ভাষার অলংকার বা সাজসজ্জা, যা বাক্যকে সুন্দর ও শিল্পসম্মত করে তোলে (যেমন— Simile, Metaphor, Alliteration, Personification, Hyperbole ইত্যাদি)। অর্থাৎ সব Figures of Speech হলো Literary Terms, কিন্তু সব Literary Terms Figures of Speech নয়। সহজভাবে বললে, Literary Terms সাহিত্যকর্মের পুরো বিশ্লেষণকে নির্দেশ করে, কিন্তু Figures of Speech শুধু ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপ্তি ও কার্যকারিতায়।

1
Updated: 1 month ago