A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
উত্তরের বিবরণ
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.

0
Updated: 3 weeks ago
Which of the following school of literary writings is connected with a medical theory?
Created: 3 months ago
A
Comedy of Manners
B
Theater of the Absurd
C
Heroic Tragedy
D
Comedy of Humours
‘Comedy of Humours’ টার্মটি এসেছে ল্যাটিন শব্দ ‘humor’ বা ‘umor’ থেকে, যার অর্থ “তরল” বা “দ্রবণ।” মধ্যযুগীয় ও রেনেসাঁর চিকিৎসা তত্ত্বে এটি ব্যবহৃত হতো। তখন ধারণা ছিল, মানুষের শরীর চার ধরনের তরলের সমন্বয়ে গঠিত —
এগুলো হলো: রক্ত (blood), ফ্লেম (phlegm), হলুদ পিত্ত (yellow bile বা choler), এবং কালো পিত্ত (black bile বা melancholy)। যখন এই তরলগুলো সঠিক মাত্রায় ভারসাম্য বজায় রাখে, তখন একজন মানুষের শরীর ও মনের সুস্থতা বজায় থাকে।
Comedy of Humours হল এমন একটি নাট্যধারা, যা মূলত ১৬শ শতকের শেষভাগে ইংরেজ নাট্যকার বেন জনসনের সাথে সম্পর্কিত। এই ধরণের নাটকে চরিত্রগুলো তাদের নিজস্ব ‘হিউমার’ বা মেজাজ অনুযায়ী আচরণ করে। এই হিউমার বা temperaments চার ধরনের হয় —
-
Choleric (খিটখিটে বা বদমেজাজি),
-
Melancholic (বিষণ্ণ বা বিষাদগ্রস্ত),
-
Sanguine (আশাবাদী ও প্রাণবন্ত),
-
Phlegmatic (স্বভাবতই ধীর ও উদাসীন)।
উদাহরণ স্বরূপ: বেন জনসনের নাটক Every Man in His Humour এবং Every Man Out of His Humour হল দুইটি বিখ্যাত ‘Comedy of Humours’।
সূত্র: Britannica ও An ABC of English Literature (ড. এম. মোফিজার রহমান)।

0
Updated: 3 months ago
Class relations and societal conflict is the key understanding of-
Created: 3 weeks ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
সামাজিক , অর্থনৈতিক , রাজনৈতিক , সাংস্কৃতির সকল ক্ষেত্রে নারীদের সমঅধিকার এবং নারীদের উপর আরোপিত নেতিবাচক বিভিন্ন বিষয় থেকে মুক্ত করার তত্ত্ব বা আন্দোলন হচ্ছে। Feminism Structrualism হচ্ছে 'grammar of literature' যা literary text এর form ,genre, structure ইত্যাদি বিষয় আলোচনা করে। Formalism এমন একটি তত্ত্ব যা literature, যা literary text এর form , genre, structure ইত্যাদি বিষয় আলোচনা করে। Formalism এমন একটি তত্ত্ব যা literary test - এর অন্তর্গত বিচার বিশ্লেলণ, মূল্যায়ন,Grammar, Syantax, বাক্যালংকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আর সমাজে শ্রেণি বিভাজন এবং তাদের মধ্যকার সম্পর্ক ও সংঘর্ষ নিয়ে আলোচনা করে Marxism ।সুতরাং (ঘ) সঠিক উত্তর ।

0
Updated: 3 weeks ago
Misanthropist means _____.
Created: 3 weeks ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 3 weeks ago