A
city
B
tunnel
C
road
D
valley
উত্তরের বিবরণ
প্রশ্নোক্ত
বাক্যটি Victorian Age এর বিখ্যাত কবি Lord Alfred Tennyson রচিত 'The Charge of
the Light Brigade' কবিতা থেকে উদ্ধৃত। এ কবিতার কয়েকটি লাইন নিম্নরূপ:
"Theirs
not to make reply,
Theirs
not to reason why,
Theirs
but to do and die. Model
Into
the valley of Death
Rode
the six hundred."

0
Updated: 3 weeks ago
Who wrote the famous novel "Gulliver's Travels"?
Created: 2 weeks ago
A
Jonathan Swift
B
Daniel Defoe
C
Samuel Richardson
D
Henry Fielding
Gulliver’s Travels
-
রচয়িতা: Jonathan Swift (Augustan age-এর লেখক, 18th century satire)
-
প্রকাশকাল: 1726
-
পূর্ণ নাম: Travels into Several Remote Places in the World
-
চার খণ্ডের ব্যঙ্গাত্মক উপন্যাস
-
কাহিনী: Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে গিয়ে লিলিপুটে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে; তাদের উপকারে আসে, Blefuscu-এর সাথে যুদ্ধে সাহায্য করে; পরে রোষানলে পড়ে চোখ উপড়ে নেওয়ার শাস্তি পেতে যাচ্ছিল কিন্তু পালিয়ে বেঁচে যায়।
Jonathan Swift
-
Anglo-Irish author ও clergyman
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
প্রধান রচনা
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of the Books

0
Updated: 2 weeks ago
The Silent Woman is written by -
Created: 2 weeks ago
A
John Webster
B
Alexander Pope
C
Ben Jonson
D
John Dryden
• The Silent Woman:
- এটি Ben Jonson রচিত।
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman
• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।
• Famous Plays:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone.

0
Updated: 2 weeks ago
Which Bennet sister is most influenced by Lydia’s behavior?
Created: 20 hours ago
A
Jane
B
Elizabeth
C
Kitty
D
Mary
Kitty Bennet ছোট বোন Lydia-র অনুকরণে বেপরোয়া ও ফ্লার্টেশাস হয়ে ওঠে। Lydia-র পালিয়ে যাওয়া তার জন্য বড় ধাক্কা। তবে শেষদিকে Kitty Elizabeth ও Jane-এর সঙ্গ বেশি পাওয়ায় তার আচরণ কিছুটা বদলায়। Austen দেখান—যুবতী মেয়েদের পরিবেশ ও সঙ্গীর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। Lydia-র মতো নেতিবাচক প্রভাব থাকলে বিপদ আসে, আর Elizabeth-এর মতো ভালো রোল মডেল থাকলে উন্নতি সম্ভব।

0
Updated: 20 hours ago