A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
উত্তরের বিবরণ
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870)। তাঁকে বলা হয় the greatest novelist in the victorian period I Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

0
Updated: 3 weeks ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 2 weeks ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 2 weeks ago
Why does Mr. Darcy initially consider Elizabeth “not handsome enough”?
Created: 20 hours ago
A
He prefers wealth over beauty
B
He compares her to Jane
C
He is blinded by his pride
D
He dislikes her wit
প্রথম নাচের আসরে Darcy Elizabeth-কে “not handsome enough” বলে প্রত্যাখ্যান করে। আসলে Darcy-র অহংকার তার সামাজিক মর্যাদা থেকে আসে। সে মনে করে Elizabeth তার তুলনায় নিচু শ্রেণির মেয়ে। Austen এখানে দেখান কীভাবে social pride আসল সৌন্দর্যকে অন্ধ করে দেয়। পরে Darcy বুঝতে পারে Elizabeth-এর আসল আকর্ষণ তার বুদ্ধি, চোখের প্রাণশক্তি ও নৈতিক শক্তিতে। এভাবেই তার দৃষ্টিভঙ্গি বদলায় এবং Pride থেকে Humility-তে যাত্রা শুরু হয়।

0
Updated: 20 hours ago
The Silent Woman is written by -
Created: 2 weeks ago
A
John Webster
B
Alexander Pope
C
Ben Jonson
D
John Dryden
• The Silent Woman:
- এটি Ben Jonson রচিত।
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman
• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।
• Famous Plays:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone.

0
Updated: 2 weeks ago