I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.
A
desire
B
hope
C
dream
D
Wish
উত্তরের বিবরণ
প্রশ্নোক্ত
বাক্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণদের অধিকার আদায় আন্দোলনের নেতা Martin
Luther King-এর বিখ্যাত বক্তৃতা 'I have a dream' থেকে সরাসরি উদ্ধৃত। ২৮ আগস্ট ১৯৬৩
সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে প্রদত্ত এক বক্তৃতায় তিনি এ উক্তিটি করেন।

0
Updated: 2 months ago
What is Blank verse in literature?
Created: 1 month ago
A
Unrhymed iambic pentameter verse
B
Verse without any blanks
C
Prose without any poetic elements
D
Verses with double couplet
Blank verse হলো Unrhymed iambic pentameter verse। এটি ইংরেজি সাহিত্যে বহুল ব্যবহৃত এক ধরণের ছন্দ, যেখানে অন্তমিল নেই, তবে নিয়মিত ছন্দবিন্যাস বজায় থাকে।
-
সাহিত্যে Blank Verse হলো এমন এক প্রকার ছন্দ, যেখানে কোনো শব্দের শেষে মিল পাওয়া যায় না, অর্থাৎ এটি unrhymed iambic pentameter।
-
বাংলায় একে অমিত্রাক্ষার ছন্দ বলা হয়।
-
এই ছন্দে কবিতার পঙক্তির শেষে কোনো মিল না থাকলেও তাতে iambic pentameter ব্যবহৃত হয়।
-
একটি iambic pentameter line-এ থাকে পাঁচটি iambic feet। প্রতিটি iamb হলো দুই অক্ষরের একটি ছন্দমাত্রা, যেখানে প্রথমটি অপ্রধান (unstressed) এবং দ্বিতীয়টি প্রধান (stressed)।
-
Blank verse-এর লাইনের শেষ শব্দ কোনো পরবর্তী লাইনের শেষ শব্দের সাথে মিলে যায় না।
-
এই ধরনের ছন্দ অনেক সময় normal speech বা স্বাভাবিক কথোপকথনের মতো শোনায়, তাই নাটক ও দীর্ঘ কবিতায় এটি বহুল ব্যবহৃত হয়েছে।
Example
-
John Milton-এর Paradise Lost একটি বিখ্যাত মহাকাব্য, যা blank verse-এ রচিত।

0
Updated: 1 month ago
"Aureng-Zebe" is a play written by-
Created: 1 month ago
A
R. K. Narayan
B
Matthew Arnold
C
John Dryden
D
E. M. Forster
Aureng-Zebe
Playwright: John Dryden
-
Aureng-Zebe হলো John Dryden রচিত একটি heroic tragedy।
-
নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার পিতা শাহজাহান (নাটকে “Emperor”) এবং তার ভাই মুরাদ বখশ (নাটকে “Morat”) এর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে রচিত।
-
মূল বিষয়সমূহ: রাজতান্ত্রিক ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক বিশ্বাসঘাতকতা, নৈতিকতা বনাম ভালোবাসা ও কর্তব্য।
Famous Quotation
-
“When I consider life, 'tis all a cheat.”
-
অর্থ: “জীবনের কথা ভাবলে মনে হয়, সবই প্রতারণা।”
-
John Dryden (1631–1700)
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং literary critic।
-
Dryden-কে বলা হয় Father of Modern English Criticism।
-
তিনি 1668–1689 পর্যন্ত Poet Laureate হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Notable Works
-
All for Love (tragedy)
-
The Indian Emperour (play)
-
The Indian Queen (play)
-
Aureng-Zebe (play)
-
The Medall (satire)
-
Absalom and Achitophel (poetry)
-
Essay of Dramatic Poesy
-
Mac Flecknoe (poem)
Source: Britannica

0
Updated: 1 month ago
Which period is known as "The golden age of English literature?
Created: 2 months ago
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান

0
Updated: 2 months ago