I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.
A
desire
B
hope
C
dream
D
Wish
উত্তরের বিবরণ
প্রশ্নোক্ত
বাক্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণদের অধিকার আদায় আন্দোলনের নেতা Martin
Luther King-এর বিখ্যাত বক্তৃতা 'I have a dream' থেকে সরাসরি উদ্ধৃত। ২৮ আগস্ট ১৯৬৩
সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে প্রদত্ত এক বক্তৃতায় তিনি এ উক্তিটি করেন।

0
Updated: 3 weeks ago
Who is Colonel Fitzwilliam in relation to Darcy?
Created: 20 hours ago
A
Cousin
B
Brother
C
Uncle
D
Family friend
Colonel Fitzwilliam Darcy-র কাজিন। তিনি Elizabeth-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তিনি-ই Elizabeth-কে জানান Darcy কিভাবে Bingley-এর সঙ্গে Jane-এর সম্পর্ক ভেঙে দেয়। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রাগান্বিত হয়। তবে Fitzwilliam নিজে ভদ্র, সহানুভূতিশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার উপস্থিতি Darcy-র কঠোর স্বভাবের বিপরীতে এক মৃদু প্রতিচ্ছবি তৈরি করে।

0
Updated: 20 hours ago
"Aureng-Zebe" is a play written by-
Created: 1 week ago
A
R. K. Narayan
B
Matthew Arnold
C
John Dryden
D
E. M. Forster
Aureng-Zebe
Playwright: John Dryden
-
Aureng-Zebe হলো John Dryden রচিত একটি heroic tragedy।
-
নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার পিতা শাহজাহান (নাটকে “Emperor”) এবং তার ভাই মুরাদ বখশ (নাটকে “Morat”) এর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে রচিত।
-
মূল বিষয়সমূহ: রাজতান্ত্রিক ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক বিশ্বাসঘাতকতা, নৈতিকতা বনাম ভালোবাসা ও কর্তব্য।
Famous Quotation
-
“When I consider life, 'tis all a cheat.”
-
অর্থ: “জীবনের কথা ভাবলে মনে হয়, সবই প্রতারণা।”
-
John Dryden (1631–1700)
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং literary critic।
-
Dryden-কে বলা হয় Father of Modern English Criticism।
-
তিনি 1668–1689 পর্যন্ত Poet Laureate হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Notable Works
-
All for Love (tragedy)
-
The Indian Emperour (play)
-
The Indian Queen (play)
-
Aureng-Zebe (play)
-
The Medall (satire)
-
Absalom and Achitophel (poetry)
-
Essay of Dramatic Poesy
-
Mac Flecknoe (poem)
Source: Britannica

0
Updated: 1 week ago
What is the significance of Darcy’s letter to Elizabeth?
Created: 20 hours ago
A
It proposes marriage again
B
It explains his past actions
C
It criticizes Bennet family
D
It praises Jane
Darcy Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি লেখে প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর। এতে সে দুটি বিষয় ব্যাখ্যা করে—(১) কেন সে Jane ও Bingley-এর সম্পর্ক ভেঙে দেয়, (২) Wickham-এর আসল চরিত্র। এই চিঠি Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে Darcy-এর নৈতিক সততা দেখে মুগ্ধ হয় এবং নিজের ভুল বুঝতে পারে। Austen এখানে চিঠিকে সত্য প্রকাশের প্রতীক করেছেন, যা গল্পকে নতুন দিকে মোড় দেয়।

0
Updated: 20 hours ago