A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
উত্তরের বিবরণ
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 3 weeks ago
What did the Houyhnhnms believe about war?
Created: 1 week ago
A
It was unnatural and unnecessary
B
It was glorious for brave horses
C
It was useful for gaining land
D
It was sometimes necessary for justice
হুইনহ্নিমরা মনে করত যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে এবং কোনো কাজেই আসে না। তারা বিশ্বাস করত—যুক্তি ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায়। সুইফট এখানে দেখিয়েছেন, যুদ্ধ আসলে মানুষের বর্বরতার প্রতীক।

0
Updated: 1 week ago
What condition did the Emperor set for Gulliver’s release?
Created: 1 week ago
A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 week ago
How did Gulliver feel when the giant flies and wasps attacked him?
Created: 1 week ago
A
He was terrified and helpless
B
He fought bravely with his sword
C
He hid under Glumdalclitch’s bed
D
He ignored them as harmless
গালিভার এত ছোট হওয়ায় সাধারণ মাছি ও বোলতার মতো পোকাও তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। অনেক সময় তাকে কামড়ায় বা আক্রমণ করে। এসব মুহূর্তে গালিভার ভীষণ ভীত হয় এবং নিজেকে অসহায় মনে করে। এতে আকারের বৈপরীত্য আরও স্পষ্ট হয়।

1
Updated: 1 week ago