A ‘Pilgrim’ is a person who undertakes a journey to a-
A
Mosque
B
A new country
C
Holy place
D
Bazar
উত্তরের বিবরণ
Pilgrim অর্থ তীর্থযাত্রী (A person who journeys to a sacred/holy place for religious reasons)। সুতরাং সঠিক উত্তর হবে option (গ)।

0
Updated: 2 months ago
Which of the following statements about The Canterbury Tales is correct?
Created: 2 months ago
A
It was written by William Langland and is a play.
B
It is a novel containing 12 stories.
C
It is a frame story in verse form containing 24 tales.
D
It was written by Alfred the Great and is a historical account.
The Canterbury Tales
-
লেখক: Geoffrey Chaucer
-
ধরন: Frame story in verse form (কবিতা আকারে কাঠামোবদ্ধ গল্প)
-
বৈশিষ্ট্য:
-
মোট ২৪টি গল্প অন্তর্ভুক্ত
-
গল্পগুলোতে ৩০ জন চরিত্র প্রদর্শিত
-
উল্লেখযোগ্য গল্প: The Nun's Priest's Tale, The Knight's Tale
-
-
গুরুত্ব: ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যকর্ম
Geoffrey Chaucer:
-
Shakespeare-এর পূর্ববর্তী প্রধান ইংরেজি লেখক
-
প্রধান সাহিত্যকর্ম:
-
The Canterbury Tales
-
The Nun's Priest’s Tale
-
The Parliament of Fowls
-
The Legend of Good Women
-
The Book of the Duchess
-
The Romance of the Rose
-
House of Fame
-
Troilus and Criseyde
-
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
Who wrote "The Canterbury Tales"?
Created: 1 week ago
A
John Milton
B
William Wordsworth
C
Geoffrey Chaucer
D
Samuel Taylor Coleridge
The Canterbury Tales হলো Geoffrey Chaucer-এর রচিত এক বিখ্যাত সাহিত্যকর্ম, যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি হিসেবে বিবেচিত। এটি একটি frame story, অর্থাৎ—একটি মূল গল্পের ভেতরে বহু গল্পের সংকলন।
গল্পের সূচনা হয় লন্ডনের Tabard Inn-এ, যেখানে ৩০ জন তীর্থযাত্রী একত্রিত হন। তারা একসঙ্গে রওনা দেন Canterbury শহরের St. Thomas Becket-এর মাজারে তীর্থযাত্রার উদ্দেশ্যে। যাত্রাপথে তারা ঠিক করেন যে, প্রত্যেকে চারটি করে গল্প বলবে—দুটি যাওয়ার পথে এবং দুটি ফেরার পথে। এই গল্প বলার প্রতিযোগিতার আয়োজক ছিলেন Harry Bailly, যিনি সরাইখানার মালিক।
তবে বাস্তবে Chaucer কেবল ২৪টি গল্পই সম্পূর্ণ করতে পেরেছিলেন, এবং বাকি গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায়। গল্পগুলোতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন, চরিত্র, হাস্যরস, নৈতিকতা ও মানব প্রকৃতির বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে।
Geoffrey Chaucer:
-
জন্ম: ১৩৪২/৪৩ খ্রিষ্টাব্দে, মৃত্যু: ২৫ অক্টোবর ১৪০০, লন্ডনে।
-
তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক, নাগরিক কর্মকর্তা, কূটনীতিবিদ ও সরকারি সচিব।
-
Chaucer-কে বলা হয় “Father of English Literature”।
-
তিনি Middle English-কে সাহিত্য ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ইংরেজি সাহিত্যের মূল ভিত্তি হয়ে ওঠে।
-
তিনি প্রথম iambic pentameter ও rhyme royal-এর মতো ছন্দ ব্যবহার করে কবিতার আধুনিক কাঠামো নির্মাণ করেন।
Famous Works of Geoffrey Chaucer:
-
The Canterbury Tales
-
The Book of the Duchess
-
The House of Fame
-
Troilus and Criseyde
-
Parlement of Foules
-
The Legend of Good Women

0
Updated: 1 week ago