A
French Revolution
B
Industrial Revolution
C
Russian Revolution
D
Hundred Years’ War
উত্তরের বিবরণ
ইংরেজি সাহিত্যে Romantic Age (1798-1832)-কে বলা হয় The Golden Age of Lyric/Age of Revolution। তবে, এ Romantic Age-এর পেছনে অনুপ্রেরণা ও অনুসঙ্গ হচ্ছে ফরাসি বিপ্লব (1789-99)। এ যুগের বেশিরভাগ কবি ও লেখকগণ ফরাসি বিপ্লবের ঘটনাবলি ও বিপ্লবের ধারণাকে কল্পনায় নিয়ে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত হয়েছিলেন। ১৭৯৮ সালে William Wordsworth এবং S.T. Coleridge এর যৌথ কবিতা সংকলন 'Lyrical Ballads' প্রকাশের মাধ্যমে এ যুগের সূচনা হয়।

0
Updated: 3 weeks ago
The author of A Farewell to Arms is–
Created: 3 weeks ago
A
Somerset Maugham
B
Ernest Hemingway
C
D. H. Lawrence
D
Jane Austen
বিখ্যাত আমেরিকান ঔপন্যাসিক Ernest Hemingway (1899-1961) রচিত প্রথম উপন্যাস- 'The Sun Also Rises' Ernest Hemingway রচিত বিখ্যাত উপন্যাসসমূহ নিম্নরূপ:
• The Sun Also Rises (প্রথম উপন্যাস) • For Whom the Bell Tolls • A Farewell to Arms • The Torrents of Spring • The Old Man and the Sea (১৯৫১ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য তিনি ১৯৫৪ সালে নোবেল পুরস্কার পান।)

0
Updated: 3 weeks ago