A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
উত্তরের বিবরণ
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

0
Updated: 3 weeks ago
What object does Iago use to convince Othello of Desdemona’s unfaithfulness?
Created: 2 weeks ago
A
A letter
B
A handkerchief
C
A necklace
D
Trust
ডেসডিমোনার রুমাল ওথেলো–ডেসডিমোনার ভালোবাসার প্রতীক। Iago এই রুমাল চুরি করে Cassio-র ঘরে রাখে। পরে ওথেলো এটিকে অবিশ্বস্ততার প্রমাণ মনে করে। এই রুমালই নাটকের ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

0
Updated: 2 weeks ago
Who wrote "All's Well That Ends Well"?
Created: 3 weeks ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.

0
Updated: 3 weeks ago
Why does King Lear divide his kingdom?
Created: 3 weeks ago
A
To punish his enemies
B
Because he is sick
C
To test his daughters’ love
D
To escape taxes
King Lear নাটকের শুরুতেই রাজা লিয়ার সিদ্ধান্ত নেন যে, তিনি তার রাজ্য তিন কন্যার মধ্যে ভাগ করে দেবেন। তবে কেবল সম্পদ ভাগ করার উদ্দেশ্যে নয় — তিনি চেয়েছিলেন তার কন্যারা তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করুক।
Lear বলেন, যে কন্যা তাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলবে, সে বেশি অংশ পাবে। এটা ছিল একটি ভালোবাসার পরীক্ষার (test of love)।
কিন্তু এই পরীক্ষা শেষ পর্যন্ত তার জন্য বিপর্যয় বয়ে আনে:
-
বড় দুই কন্যা, Goneril ও Regan, মিথ্যা প্রশংসা করে বড় অংশ পায়।
-
আর ছোট কন্যা Cordelia, সত্য ও সততার সঙ্গে ভালোবাসা প্রকাশ করায় তার অংশ হারায়।
এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় নাটকের মূল ট্র্যাজেডি।
King Lear তার কন্যাদের ভালোবাসা যাচাই করার জন্য রাজ্য ভাগ করেছিলেন — তাই সঠিক উত্তর (c)

0
Updated: 3 weeks ago