‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
উত্তরের বিবরণ
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

0
Updated: 2 months ago
Who says the famous line, “We are such stuff / As dreams are made on” in “The Tempest”?
Created: 1 month ago
A
Ariel
B
Caliban
C
Prospero
D
Ferdinand
প্রসপেরো বলেন মানুষের জীবন স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। এই লাইন The Tempest নাটকের কেন্দ্রীয় থিম—অস্থায়ী জীবন ও ভ্রম।

2
Updated: 1 month ago
What role does the Fool play in King Lear?
Created: 2 months ago
A
A warrior
B
A messenger
C
A truth-teller in disguise
D
A villain
King Lear নাটকে The Fool চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকি ভূমিকা পালন করে। তিনি রাজা লিয়ারের একজন দরবারি বিদূষক (court jester) হলেও, তার কথার মধ্য দিয়ে নাটকের অনেক গভীর সত্য উঠে আসে।
-
The Fool সরাসরি কথা বলতে পারে, কারণ সে বিদূষক — সে রসিকতার মাধ্যমে কঠিন ও তিক্ত সত্য প্রকাশ করতে পারে।
-
সে লিয়ার ভুল সিদ্ধান্ত (বিশেষত কর্ডেলিয়াকে ত্যাগ করা এবং গনরিল ও রেগানকে রাজ্য প্রদান করা) নিয়ে খোলাখুলি সমালোচনা করে।
-
তাকে “truth-teller in disguise” বলা হয়, কারণ সে বিদূষকের মুখোশ পরে থাকলেও তার কথাগুলো বুদ্ধিদীপ্ত এবং সত্যনিষ্ঠ।
উদাহরণ:
Lear যখন তার কন্যাদের দ্বারা প্রতারিত হন, তখন Fool বলে:
“Thou shouldst not have been old till thou hadst been wise.”
(তুমি তখনই বৃদ্ধ হতে পারতে যখন তুমি জ্ঞানী হতে।) এই কথার মাধ্যমে সে লিয়ার বোকামির ইঙ্গিত দেয়।
ফলে, The Fool নাটকে শুধুমাত্র হাস্যরস নয়, গভীর জ্ঞানের প্রতীক হিসেবেও কাজ করে — যে কারণে উত্তর (c) A truth-teller in disguise সঠিক।

0
Updated: 2 months ago
Who is the first character to see the Ghost in the play?
Created: 2 months ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Bernardo
নাটকের শুরুতে প্রহরী Bernardo প্রথমে ভূতকে দেখে, পরে Horatio ও Marcellus-কে দেখায়। এটি নাটকের রহস্যময় পরিবেশ তৈরি করে।

1
Updated: 2 months ago