Who is not an Irish writer?
A
Oscar Wilde
B
James Joyce
C
Jonathan Swift
D
D. H. Lawrence
উত্তরের বিবরণ
David Herbert Richards Lawrence (D.H. Lawrence) একজন বিখ্যাত ঔপন্যাসিক ও চিত্রকর। তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের Nottinghamshire শহরের Eastwood নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত রচনাসমূহ হল- The White Peacock (novel), The White Horse (poem), Sons and Lovers (autobiography), The Rainbow (novel), Lady Chatterley's Lovers (novel) ইত্যাদি।

1
Updated: 2 months ago
Who is the central character struggling between his mother and lovers in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Paul Morel
B
William Morel
C
Walter Morel
D
Arthur Morel
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো Paul Morel। সে তার মা Gertrude–এর সাথে গভীর মানসিক সম্পর্কে আবদ্ধ। তার জীবনে Miriam এবং Clara নামের দুজন নারী আসে, কিন্তু মায়ের প্রতি মানসিক নির্ভরতা তাকে স্বাধীনভাবে ভালোবাসতে বাধা দেয়। এই দ্বন্দ্বই উপন্যাসের মূল বিষয়। Lawrence এই চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে মায়ের প্রভাব ছেলের জীবনে ভালোবাসার সম্পর্ককে জটিল করে তোলে।

0
Updated: 4 weeks ago
After the death of his elder brother, William, Paul takes on a more prominent role in the family. This shift primarily involves:
Created: 2 weeks ago
A
Taking over his father's mining job.
B
Becoming the primary emotional and financial support for his mother.
C
Moving away from the family to pursue his own career independently.
D
Marrying quickly to provide his mother with grandchildren.
William-এর মৃত্যু ঘটে গেলে, Gertrude Morel তার সমস্ত তীব্র স্নেহ এবং আশা Paul-এর দিকে সরিয়ে দেন, যিনি তার ভাইয়ের শূন্যস্থান পূরণ করেন।
-
Paul হয়ে ওঠেন তার মাতার মানসিক সমর্থন ও সুখের উৎস।
-
তিনি শুধুমাত্র আবেগগতভাবে নয়, আর্থিকভাবেও তার মায়ের নির্ভরতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।
-
Gertrude তার সমস্ত আশা, যত্ন এবং মনোযোগ Paul-এর উপর কেন্দ্রীভূত করেন, যা তার মায়ের এবং পুত্রের মধ্যে গভীর আবেগগত বন্ধন সৃষ্টি করে।

0
Updated: 2 weeks ago
What psychological concept is central to the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Oedipus complex
B
Collective unconscious
C
Freudian repression
D
Jungian archetypes
Freud–এর Oedipus complex এই উপন্যাসের কেন্দ্রে। Gertrude তার ছেলেদের জীবনে প্রভাব বিস্তার করে। William মারা গেলে Paul–এর ওপর তার প্রভাব আরও বাড়ে। ফলে Paul নারীদের সাথে পূর্ণ সম্পর্ক গড়তে ব্যর্থ হয়। Lawrence Freud–এর এই ধারণাকে কাহিনির ভেতরে শিল্পিত করেছেন।

0
Updated: 4 weeks ago