Which of the following novels is not written by an English writer?
A
A Passage to India
B
Sons and Lovers
C
One Hundred Years of Solitude
D
Pride and Prejudice
উত্তরের বিবরণ
One Hundred Years of Solitude
‘One Hundred Years of Solitude’ উপন্যাসটি Gabriel Garcia Marquez নামের একজন কলম্বিয়ান লেখক লিখেছেন। তিনি ইংরেজ লেখক নন।
এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে, Spanish ভাষায় – Cien años de soledad নামে। এটিকে লেখকের সেরা সৃষ্টি বা masterpiece হিসেবে ধরা হয়। এই উপন্যাসের মাধ্যমে তার magic realism শৈলীর অসাধারণ উদাহরণ পাওয়া যায়।
গল্পটি Buendía পরিবারকে ঘিরে লেখা, যারা সাত প্রজন্ম ধরে একশ বছর ধরে নানা ঘটনাবলির মধ্য দিয়ে যায়। এতে লাতিন আমেরিকার ইতিহাসও উঠে এসেছে – ১৮২০ থেকে ১৯২০ সাল পর্যন্ত সময়কালের নানা উত্থান-পতনের চিত্র তুলে ধরা হয়েছে।
Gabriel Garcia Marquez এই উপন্যাসের জন্যই মূলত ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন হচ্ছে:
“They were so close to each other that they preferred death to separation.”
(তারা এতটাই কাছের ছিল, যে বিচ্ছেদ নয়, তারা মৃত্যুকেই বেছে নিয়েছিল।)
লেখকের অন্যান্য জনপ্রিয় বইগুলো
-
Love in the Time of Cholera
-
Memories of My Melancholy Whores
-
News of a Kidnapping
-
No One Writes to the Colonel
-
The Leaf Storm
অন্যদিকে নিচের উপন্যাসগুলো ইংরেজ লেখকদের লেখা:
ক) A Passage to India
-
লেখক: E.M. Forster, যিনি একজন ব্রিটিশ সাহিত্যিক।
-
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
এতে ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের সাথে ইংরেজদের সম্পর্ক দেখানো হয়েছে।
-
উপন্যাসটির মূল বিষয়: বর্ণবাদ ও ঔপনিবেশিকতা।
খ) Sons and Lovers
-
লেখক: D.H. Lawrence (David Herbert Lawrence)
-
এটি ১৯১৩ সালে প্রকাশিত একটি আত্মজীবনীভিত্তিক উপন্যাস।
-
এতে একজন শ্রমজীবী পরিবারের মানসিক ও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ঘ) Pride and Prejudice
-
লেখক: Jane Austen, একজন ইংরেজ ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮১৩ সালে প্রকাশিত হয়।
-
এটি একটি রোমান্টিক উপন্যাস এবং English literature-এর একটি ক্লাসিক।
-
গল্পের মূল চরিত্র Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy।
-
প্রেম ও সামাজিক বিভাজনের দ্বন্দ্বের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে।
Source: Britannica and Live MCQ Lecture.

2
Updated: 2 months ago
A Farewell to Arms is a/an -
Created: 1 month ago
A
epic
B
novel
C
play
D
short story
A Farewell to Arms
-
Author: Ernest Hemingway
-
এটি তাঁর তৃতীয় novel।
-
প্রকাশিত: 1929
-
উপন্যাসে আত্মজৈবনিক অনেক উপাদান দেখা যায়। এখানে arms শব্দটি একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
-
পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধ (World War I)
Summary:
-
কেন্দ্রীয় চরিত্র: Americn Lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
যুদ্ধের ঘটনায় তাদের পরিচয় হয় ইটালিতে।
-
Catherine সদ্য বিধবা ছিলেন, এবং তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে Catherine তার সেবা করে।
-
তারা একে অপরের আরো কাছাকাছি আসে এবং Catherine গর্ভবতী হয়।
-
Fredericকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধের পর ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
-
Frederic তাকে খুঁজে বের করে এবং তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
-
Catherine বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়।
উৎস:
Answer: novel

0
Updated: 1 month ago
The character, Elizabeth Bennett, appears in the novel-
Created: 2 weeks ago
A
Pride and Prejudice
B
Tess of the D'llrberville
C
Wuthering Heights
D
Jane Eyre
Elizabeth Bennett হলো Jane Austen এর জনপ্রিয় উপন্যাস Pride and Prejudice এর কেন্দ্রীয় চরিত্র, যা ১৮১৩ সালে প্রকাশিত হয়। এটি একটি romantic novel, এবং প্রাথমিক অবস্থায় উপন্যাসটির নাম ছিল First Impressions।
উপন্যাসের প্রথম লাইনটি বিখ্যাত: "It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife."
-
কাহিনীর সূত্রপাত ঘটে ১৯শতকের গ্রামীন ইংল্যান্ডে। মূল গল্পটি Bennet পরিবারের পাঁচ কন্যা এবং একজন জমিদার Fitzwilliam Darcy এর চারপাশে ঘোরে।
-
Bennet পরিবারের মা তার কন্যাদের বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন eligible bachelors খুঁজে বেড়ান।
-
প্রধান চরিত্র Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রতি প্রেম অনুভব করেন, কিন্তু তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে pride এবং prejudice।
Other important characters in Pride and Prejudice:
-
Fitzwilliam Darcy
-
George Wickham
-
Charles Bingley
-
Jane Bennet
-
Lydia Bennet
Jane Austen (1775–1817)
-
Jane Austen ছিলেন Romantic যুগের একজন মহিলা novelist।
-
তার জীবদ্দশায় চারটি প্রধান উপন্যাস প্রকাশিত হয়:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Emma (1815)
-

0
Updated: 2 weeks ago
Vanity Fair is a/an -
Created: 1 month ago
A
novel
B
play
C
poem
D
short story
Vanity Fair হলো William Makepeace Thackeray রচিত একটি উপন্যাস, যা Victorian Period-এর সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সালের মধ্যে monthly installments আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৪৮ সালে বই আকারে প্রকাশিত হয়। Thackeray-এর পূর্বের সমস্ত সাহিত্য কাজ ছদ্মনাম বা unsigned প্রকাশিত হলেও, Vanity Fair তার নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Becky Sharp, একজন কিশোরী মেয়ে।
William Makepeace Thackeray:
-
একজন Indian-born British novelist এবং Victorian Period-এর উল্লেখযোগ্য ঔপন্যাসিক।
-
তিনি The Cornhill Magazine-এর প্রতিষ্ঠাতা।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians
উৎস:

0
Updated: 1 month ago