A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
উত্তরের বিবরণ
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 2 months ago
What was the main purpose of Sidney's An Apology for Poetry?
Created: 2 months ago
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 2 months ago
Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
Created: 3 days ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 3 days ago
Gorboduc is known as the ________.
Created: 3 months ago
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.

0
Updated: 3 months ago