What quality does Sidney value most in poetry?
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
উত্তরের বিবরণ
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 4 months ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 1 month ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 1 month ago
Which of the following is an example of 'Alliteration'?
Created: 4 days ago
A
Flowers smiled
B
Threatening call
C
Phillip’s feet
D
Qatar Airlines
“Phillip’s feet” হলো Alliteration-এর একটি উদাহরণ, যেখানে একই ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। এখানে স্পষ্টভাবে /f/ ধ্বনির পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়।
-
Alliteration (অনুপ্রাস) হলো এমন একটি সাহিত্যকৌশল, যেখানে কোনো শব্দের শুরুতে থাকা ব্যঞ্জনধ্বনি বা বর্ণ একাধিক পরবর্তী শব্দে পুনরাবৃত্তি হয়।
-
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত একাধিক শব্দের শুরুতে একই বর্ণ বা ধ্বনি ব্যবহৃত হয়, তখন তাকে অনুপ্রাস বলা হয়।
-
এটি সাহিত্যকর্মে সুর, ছন্দ এবং বিশেষ মানসিক প্রভাব তৈরি করে।
-
সাধারণত কবিতা, গদ্য বা অলঙ্কারপূর্ণ ভাষায় এটি ব্যবহৃত হয় পাঠক বা শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য।
Alliteration-এর উদাহরণসমূহ
-
“The fair breeze blew, the white foam flew, The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ ধ্বনি তিনবার এবং ‘b’ ধ্বনি দুবার পুনরাবৃত্ত হয়েছে।

0
Updated: 4 days ago
Rubel called me at the time of playing cricket. (Make it complex)
Created: 2 weeks ago
A
Rubel called me when I am playing cricket.
B
Rubel called me when I was playing cricket.
C
Rubel called me and I was playing cricket.
D
Rubel called me when I was played cricket.
Rule for converting a simple sentence with “at the time of” into a complex sentence:
-
Keep the first clause unchanged.
-
Replace “at the time of” with “when”.
-
Adjust the second clause according to the tense of the first clause.
Example:
-
Simple Sentence: Rubel called me at the time of playing cricket.
-
Complex Sentence: Rubel called me when I was playing cricket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain

0
Updated: 2 weeks ago