"A Passage to India" is written by------
A
E. M. Forster
B
Rudyard Kipling
C
Galls Worthy
D
A. H. Auden
উত্তরের বিবরণ
A passage to India (1924) হলো ১৯২০ এর দশকে ব্রিটিশ রাজ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে E. M. Forster রচিত একটি বিখ্যাত উপন্যাস।

0
Updated: 2 months ago
'A Passage to India' is written by-
Created: 1 month ago
A
E. M. Forster
B
Nirad C. Chaudhuri
C
Rudyard Kipling
D
Walt Whitman
‘A Passage to India’ উপন্যাসটি লিখেছেন E.M. Forster, যিনি একজন ব্রিটিশ novelist, essayist এবং social ও literary critic। তিনি Modern Period এর একজন প্রধান সাহিত্যিক।
1924 সালে প্রকাশিত এই উপন্যাসটি Forster-এর অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। উপন্যাসটি মূলত racism এবং colonialism এর সমস্যাকে ফুটিয়ে তোলে এবং এতে ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্রসমূহ:
-
Dr. Aziz
-
Mrs. Moore
-
Adela Quested
-
Rony Hislop
-
Cyril Fielding ইত্যাদি
E.M. Forster সম্পর্কে:
-
তিনি একজন British novelist, essayist এবং social ও literary critic।
-
তাঁর খ্যাতি মূলত তাঁর উপন্যাস Howards End এবং A Passage to India, এবং সমালোচনার একটি বৃহৎ পরিমাণ কাজের উপর ভিত্তি করে।
বিশেষ উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Passage to India
-
A Room with a View
-
Aspects of the Novel
-
Howards End
-
Marianne Thornton
-
Maurice
-
The Hill of Devi
-
The Longest Journey
-
Where Angels Fear to Tread

0
Updated: 1 month ago
Who created the famous character Dr. Aziz?
Created: 1 week ago
A
E.M. Forster
B
Salman Rushdie
C
Mulk Raj Anand
D
R.K. Narayan
Dr. Aziz চরিত্রটি এসেছে E.M. Forster-এর বিখ্যাত উপন্যাস A Passage to India থেকে। এই উপন্যাসে ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে সম্পর্ক এবং সমাজের উত্তেজনার চিত্র তুলে ধরা হয়েছে, বিশেষ করে তখন যখন একজন ব্রিটিশ নারী Adela Quested অভিযোগ করেন যে প্রখ্যাত ভারতীয় ব্যক্তি Dr. Aziz তাকে আক্রমণ করেছেন।
-
A Passage to India:
-
লেখক: E.M. Forster
-
প্রকাশ: ১৯২৪
-
উপন্যাসটি ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে সম্পর্ক এবং সাংস্কৃতিক ও সামাজিক দ্বন্দ্বের উপর কেন্দ্রীভূত।
-
-
Important Characters:
-
Dr. Aziz
-
Mrs. Moore
-
Adela Quested
-
Rony Hislop
-
Cyril Fielding
-
-
E.M. Forster (1879–1970):
-
একজন British novelist, essayist, এবং social ও literary critic।
-
তিনি Howards End এবং A Passage to India-এর জন্য সর্বাধিক পরিচিত।
-
-
Notable Works:
-
A Passage to India
-
A Room with a View
-
Aspects of the Novel
-
Howards End
-
Marianne Thornton
-
Maurice
-
The Hill of Devi
-
The Longest Journey
-
Where Angels Fear to Tread
-

0
Updated: 1 week ago
In which novel does the character "Dr. Aziz" appear as a central figure?
Created: 1 month ago
A
Lord Jim
B
Sons and Lovers
C
A Passage to India
D
Penyeach
• The character "Dr. Aziz" appears as a central figure in – A Passage to India.
• A Passage to India
-
Edward Morgan Forster (E. M. Forster) ছিলেন Modern Period-এর একজন বিখ্যাত Novelist, Essayist, Social and Literary Critic।
-
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
এটি ব্রিটিশ ভারতের রাজনৈতিক পটভূমিতে রচিত।
-
মূলত Racism এবং Colonialism-এর প্রতিফলন এই উপন্যাসে ফুটে উঠেছে।
-
এতে ব্রিটিশ ও ভারতীয়দের সম্পর্ককে গভীরভাবে চিত্রিত করা হয়েছে।
• Novel-এর গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Dr. Aziz – উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র।
-
Adela Quested – এক তরুণী আদর্শবাদী ইংরেজ নারী, যিনি Mrs. Moore-এর সঙ্গে ভারতে ভ্রমণ করেন।
-
Mrs. Moore – Adela-র ভ্রমণসঙ্গী এবং Ronny Heaslop-এর মা।
-
Ronny Heaslop – Mrs. Moore-এর ছেলে, Chandrapore-এর একজন British Magistrate।
-
Cyril Fielding – Chandrapore-এর Government College-এর Principal এবং Dr. Aziz-এর বন্ধু।
-
Stella Moore – Mrs. Moore-এর মেয়ে, যিনি England-এ বাস করতেন।
• E. M. Forster-এর অন্যান্য রচনা
-
Aspects of the Novel (Criticism),
-
The Longest Journey (Novel),
-
A Room with a View (Novel)।
• বিশেষ উল্লেখ:
-
A Passage to India শিরোনামে Walt Whitman-এরও একটি Poem রয়েছে।
• Other Options
-
Lord Jim – Joseph Conrad
-
Sons and Lovers – D. H. Lawrence
-
Penyeach – James Joyce
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman, Britannica

0
Updated: 1 month ago