‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ – who said this?
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
উত্তরের বিবরণ
উল্লিখিত চরণটি William Shakespeare রচিত বিখ্যাত নাটক 'Romeo and Juliet' এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র Juliet কর্তৃক বিবৃত। চরণটি দ্বারা নাম কিংবা বংশখ্যাতি উপেক্ষা করে Romeo এর প্রতি Juliet-এর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে।

2
Updated: 2 months ago
In Romeo and Juliet, who provides Juliet with the potion to feign death?
Created: 1 month ago
A
The Nurse
B
Friar Laurence
C
Lord Capulet
D
Paris
সঠিক উত্তর: b) Friar Laurence
Romeo and Juliet
-
নাটকে, Juliet তার পরিবার এবং Paris-এর সঙ্গে বিয়ে এড়ানোর জন্য Friar Laurence-এর সাহায্য নেয়।
-
Friar Laurence তাকে একটি potion দেন, যা খেলে সে মৃতপ্রায় মনে হবে।
-
এই পরিকল্পনার উদ্দেশ্য হলো: Juliet “মৃত” বলে সবাই বিশ্বাস করবে, এবং পরে Romeo সঙ্গে মিলিত হবে।
-
নাটকের প্রেক্ষাপট ইতালির Verona।
-
চরিত্রসমূহ: Romeo (নায়ক), Juliet (নায়িকা), Montague, Lady Montague, Capulet, Lady Capulet।
-
Romeo Montague এবং Juliet Capulet পরিবারের সদস্য। এই দুই পরিবারের মধ্যে শত্রুতা বিদ্যমান।
-
নানা ঘটনা ও দূর্ঘটনার পর নাটকের শেষে tragic ending, যেখানে নায়ক ও নায়িকা দুজনেই মারা যায়।
Other Quotes
-
"If love be rough with you, be rough with love; Prick love for pricking, and you beat love down."
-
"Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet, এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Source: Britannica

1
Updated: 1 month ago
What role does the Fool play in Lear’s journey?
Created: 2 months ago
A
He entertains Lear only
B
He warns Lear with truth disguised as jokes
C
He helps Lear plan revenge
D
He reports to Cordelia
Fool রসিকতা ও ধাঁধার মাধ্যমে Lear-কে বাস্তবতার মুখোমুখি করায়। সে সাহস করে রাজাকে ভুলের কথা বলে, যা নাটকে জ্ঞান ও পাগলামির সীমা অস্পষ্ট করে।

2
Updated: 2 months ago
Whom does Lady Macbeth frame for the murder of Duncan?
Created: 3 weeks ago
A
Malcolm and Donalbain
B
Duncan’s drunken chamberlains
C
The porter
D
Macbeth
Lady Macbeth এর পরিকল্পনা হল প্রথমে Duncan-এর প্রহরীদের মাতাল করা যাতে তারা কিছুই বুঝতে না পারে। এরপর তাদের খঞ্জর ব্যবহার করে হত্যার ঘটনা ঘটানো হবে। সবশেষে, প্রহরীদের উপর রক্ত লাগিয়ে তাদের অপরাধী মনে করানো হবে। এইভাবে হত্যাকাণ্ডের দায়ভার অন্যের দিকে চাপানো হবে।
-
Getting Duncan's guards drunk যাতে তারা অচেতন থাকে।
-
Using their daggers for the murder অর্থাৎ হত্যার অস্ত্র হিসেবে তাদের খঞ্জর ব্যবহার করা।
-
Smearing them with blood তাদের অপরাধী প্রমাণ দেখানোর জন্য।
তাহলে সঠিক উত্তর দাড়ায়-Duncan’s drunken chamberlains

0
Updated: 3 weeks ago