A
John Milton
B
Jane Mansfield
C
William Cowper
D
William Shakespeare
উত্তরের বিবরণ
Option এ প্রদত্ত author দের মধ্যে epic (মহাকাব্য) লেখেন এমন author হলেন John Milton. John Milton- এর বিখ্যাত মহাকাব্য হলো Paradise Lost, Paradise Regained

0
Updated: 3 weeks ago
In Book IX of Paradise Lost, what form does Satan take to tempt Eve?
Created: 2 days ago
A
A shining angel
B
A serpent
C
A lion
D
A dove
Paradise Lost–এর নবম খণ্ডে শয়তান সাপের রূপ নিয়ে ইভকে প্রলুব্ধ করে। সে বলে নিষিদ্ধ ফল খেলে দেবত্ব ও জ্ঞান লাভ করা যাবে। ইভ প্রথমে দ্বিধা করলেও শেষে প্রলুব্ধ হয়ে ফল খায়। এই ঘটনাই মানবজাতির পতনের সূচনা। সাপের রূপ প্রতীকী—এটি চতুরতা, প্রতারণা ও পাপের প্রলোভনকে বোঝায়। মিল্টন এখানে বাইবেলের কাহিনীকে মহাকাব্যিক রূপ দেন, যেখানে ইভের দুর্বলতা এবং মানুষের স্বাধীন ইচ্ছাই পতনের কারণ হিসেবে ফুটে ওঠে।

0
Updated: 2 days ago
How does Satan deceive his fellow fallen angels after the temptation?
Created: 1 week ago
A
He admits his failure
B
He tells them they are still in danger
C
He boasts of victory over humankind
D
He asks for forgiveness
শয়তান তার সঙ্গীদের সামনে অহংকার করে বলে যে, সে মানবকে পতিত করতে পেরেছে। তার চোখে এটা এক বিরাট জয়। কিন্তু পরে দেখা যায়, তাদের উল্লাস বৃথা। কারণ এই পাপ তাদের নিজের ভাগ্যও চিরকালের জন্য বন্ধ করে দেয়।

0
Updated: 1 week ago
What does Adam say after deciding to eat the fruit?
Created: 1 week ago
A
“This fruit is sweeter than life.”
B
“God will forgive us surely.”
C
“Better to die with Eve than live alone.”
D
"I with thee have fixed my lot, / Certain to undergo like doom."
আদম বলে, ইভ ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই সে মৃত্যুকেও বেছে নেয় যদি ইভের সঙ্গে থাকতে পারে। এই উক্তি তার গভীর প্রেমের প্রমাণ, তবে একই সঙ্গে এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতা। আদম প্রেমকে কর্তব্যের ঊর্ধ্বে রাখে, যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago