Which period is known as ”The golden age of English literature?
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
উত্তরের বিবরণ
ইংরেজি সাহিত্যের Golden age নামে পরিচিত যুগ হলো The Elizabethan Age।

0
Updated: 2 months ago
Which of the following writers belong to the Elizabethan period?
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
Alexander Pope
C
John Dryden
D
Samuel Beckett
• উল্লেখিত লেখকদের সময়কাল অনুযায়ী ভাগ করলে দেখা যায়—
-
Christopher Marlowe ছিলেন Elizabethan যুগের একজন বিখ্যাত সাহিত্যিক।
-
Alexander Pope ও John Dryden ছিলেন Restoration বা Neo-classical যুগের কবি।
-
আর Samuel Beckett ছিলেন Modern যুগের লেখক।
• Christopher Marlowe-কে বলা হয় ইংরেজি ট্র্যাজেডি বা শোকান্ত নাটকের জনক।
-
তিনি ছিলেন Shakespeare-এর আগের সময়ের শ্রেষ্ঠ নাট্যকার।
-
তাঁকে “Father of English Tragedy” এবং ইংরেজি নাটকের এক সত্যিকারের পথিকৃত মনে করা হয়।
-
তিনি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেন এবং Shakespeare-এর সমসাময়িক হলেও Marlowe কিছুটা আগে সাহিত্যিক হিসেবে পরিচিতি পান। তবে Shakespeare-এর প্রভাব Marlowe-এর তুলনায় বেশি বিস্তৃত হয়।
-
Marlowe নাটকে Dramatic Blank Verse (ছন্দবদ্ধ ছন্দহীন কবিতা) এর প্রচলন করেন, যা পরবর্তীতে Shakespeare-ও ব্যবহার করেন।
-
তিনি ছিলেন University Wits নামে পরিচিত একদল উচ্চশিক্ষিত নাট্যকারের অন্যতম সদস্য।
Marlowe-এর কিছু বিখ্যাত সাহিত্যকর্ম:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Edward II
-
Dido, Queen of Carthage
তথ্যসূত্র: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 2 months ago
"The Pilgrim's Progress" is a literary work from -
Created: 6 months ago
A
Renaissance period
B
Middle English period
C
The Neoclassical Period
D
Anglo-Saxon period
"The Pilgrim’s Progress" হলো John Bunyan-এর লেখা, সাহিত্যকর্মটি নিওক্লাসিক্যাল যুগের অন্তর্ভুক্ত।
The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.
John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.
Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

2
Updated: 6 months ago
Gorboduc is known as the ________.
Created: 6 months ago
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.

0
Updated: 6 months ago