To be, or not to be, that is the question – is a famous dialogue from-
A
Othello
B
Hamlet
C
Romeo and Juliet
D
Macbeth
উত্তরের বিবরণ
William
Shakespeare রচিত Tragedy 'Hamlet' থেকে উদ্ধৃত কয়েকটি বিখ্যাত উক্তি নিম্নরূপ:
Quote
•
To be or not to be, that is the question (হ্যামলেট তাঁর বাবার হত্যাকারীকে হত্যা
করবে কি করবে না এই সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে)
•
Frailty, thy name is woman (নারীর অপর নাম দুর্বলতা। হ্যামলেটের বাবা মারা গিয়েছেন
দুমাস হয়নি, রাণীর প্রতিও তার ভালোবাসার কোনো অভাব ছিলনা অথচ এর মাঝেই তিনি হ্যামলেট
এর কাকাকে বিয়ে করে ফেলেন যার প্রেক্ষিতেই এই উক্তি)
•
Brevity is the soul of wit. (সংক্ষিপ্ত কথাই রসিকতার প্রাণ)
•
There is nothing either good or bad but thinking makes it so. (পৃথিবীতে ভালো-মন্দ
বলে কিছু নাই, চিন্তাই ভালো-মন্দ তৈরি করে
•
When sorrows come, they come not single spices but in battalions. (দুঃখ যখন আসে
একা আসে না, দল বেঁধে আসে)

0
Updated: 2 months ago
Othello gave Desdemona _____ as a token of love.
Created: 1 month ago
A
a ring
B
a handkerchief
C
an anklet
D
a lavaliere
Othello and the Handkerchief – Shakespeare
১. Handkerchief as a Token of Love
-
Othello তাঁর স্ত্রী Desdemona-কে একটি Handkerchief (রুমাল) উপহার দেন।
-
এই রুমাল ছিল ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক।
-
পরে, Iago এই রুমাল ব্যবহার করে Othello-এর মনে সন্দেহ ও ঈর্ষা জাগায়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির কারণ হয়।
২. Othello (Play)
-
লেখক: William Shakespeare
-
ধরন: Five-act Tragedy
-
লেখা: 1603-1604
-
মূল চরিত্র: Othello (ভেনিসের সেনাপতি), Desdemona (Othello-এর স্ত্রী), Iago (Villain)
-
কাহিনি: Othello তাঁর স্ত্রী Desdemona-কে সন্দেহ করে এবং Iago-এর প্ররোচনায় শেষ পর্যন্ত হত্যা করে।
-
নাটকে Othello Othello Syndrome (excessive jealousy) দ্বারা প্রভাবিত হয়।
৩. Main Characters
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
৪. William Shakespeare (1564-1616)
-
English poet, dramatist, actor
-
জন্ম: Stratford-upon-Avon
-
পরিচিতি: Bard of Avon, English National Poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets, long narrative poems
-
Tragedies:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
-
Coriolanus
-
Antony and Cleopatra
-
Timon of Athens (Unfinished)
-

0
Updated: 1 month ago
What is the significance of the graveyard scene with the gravedigger?
Created: 2 months ago
A
Reflection on mortality
B
Comic relief
C
Foreshadowing Fortinbras’s arrival
D
Political satire
কবর খননকারীর সঙ্গে কথোপকথনে Hamlet জীবনের অস্থায়িত্ব ও মৃত্যুর অবশ্যম্ভাবিতা নিয়ে গভীর চিন্তা করে। Yorick-এর খুলির মাধ্যমে সে বুঝতে পারে যে মৃত্যু সকলকে সমান করে দেয়, যা নাটকের দার্শনিক দিককে শক্তিশালী করে।

1
Updated: 2 months ago
Using the concept of double colonization/marginalization, how can Miranda be characterized?
Created: 1 week ago
A
She is a doll in her father's hand
B
She remains an elite till the end
C
She realises she is akin to Caliban
D
She remains nonchalant
Miranda-কে double colonization বা marginalization-এর ধারণা দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, সে একদিকে নারী হিসেবে patriarchal (পিতৃতান্ত্রিক) শাসনের অধীনে, আবার অন্যদিকে ঔপনিবেশিক ব্যবস্থার ভেতরে অবস্থান করছে।
অর্থাৎ, তার ওপর দুটি স্তরে দমন কাজ করছে — এক, নারী হিসেবে বাবার কর্তৃত্বে; দুই, উপনিবেশের শক্তির ভেতরে একজন অধীন ব্যক্তিত্ব হিসেবে।
-
প্রথমত, Prospero-র কন্যা হিসেবে সে পুরুষের ক্ষমতা ও নিয়ন্ত্রণের অধীনে থাকে; তার ব্যক্তিত্ব, চিন্তা ও সিদ্ধান্ত স্বাধীন নয়।
-
দ্বিতীয়ত, যখন সে Caliban-এর অবস্থার সঙ্গে নিজের অবস্থার মিল খুঁজে পায়, তখন সে উপলব্ধি করে যে তাদের দুজনেই নিপীড়নের শিকার—একজন লিঙ্গের কারণে, আরেকজন বর্ণ ও জাতিগত অবস্থানের কারণে।
-
এই উপলব্ধি থেকেই বোঝা যায়, Miranda আসলে শুধু একটি “innocent figure” নয়, বরং একজন সচেতন চরিত্র যে নিজের ও Caliban-এর মধ্যে থাকা shared subjugation চিনতে পারে।
সুতরাং, Post-colonial দৃষ্টিকোণ থেকে Miranda এমন এক চরিত্র, যে নিজের দমন ও Caliban-এর দমন—দুটোকেই একসূত্রে দেখার ক্ষমতা অর্জন করে, যা তাকে কেবল নিষ্পাপ কন্যা নয়, বরং একটি সমালোচনামূলক, আত্মসচেতন সত্তায় পরিণত করে।

0
Updated: 1 week ago