Sidney uses the story of Menenius to show:
A
The power of drama
B
The political use of poetry
C
How a story can change minds
D
The weakness of philosophy
উত্তরের বিবরণ
Sidney Menenius-এর গল্প ব্যবহার করেছেন দেখানোর জন্য যে একটি গল্প মানুষের মন পরিবর্তন করতে পারে। Menenius একটি গল্প বলেছিলেন যা মানুষের মধ্যে মতবিরোধ বন্ধ করেছিল। এই গল্পটি রাজ্যের বিভিন্ন অংশকে একটি শরীরের অংশ হিসেবে তুলনা করেছিল। এটি মানুষের হৃদয় স্পর্শ করে তাদের বোঝাতে সাহায্য করেছিল। Sidney এই উদাহরণ দিয়ে প্রমাণ করতে চান যে গল্প বা কাব্যশিল্পের মধ্যে শিক্ষাদানের শক্তি আছে যা সরাসরি মানুষের আচরণ পরিবর্তন করতে পারে।
0
Updated: 5 months ago
Choose the right form of verb:
As soon as the rain _______, we went outside.
Created: 1 month ago
A
stop
B
stopped
C
had stopped
D
had been stopped
Complete sentence:
As soon as the rain stopped, we went outside.
-
Bangla Meaning: বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে গেলাম।
নিয়ম:
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তবে এর পরে থাকা ক্রিয়াও Past Indefinite Tense হবে।
-
অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুইটি কাজই Past Indefinite Tense-এ থাকবে।
-
সুতরাং, শূন্যস্থানে সঠিক ক্রিয়া হবে: stopped
অন্য উদাহরণ (Future Indefinite + As soon as + Present Indefinite):
-
I shall ring you up as soon as I arrive.
উৎস:
0
Updated: 1 month ago
Gulliver's Travels was written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica
0
Updated: 1 month ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.
Created: 2 months ago
A
desire
B
hope
C
dream
D
Wish
প্রশ্নোক্ত
বাক্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণদের অধিকার আদায় আন্দোলনের নেতা Martin
Luther King-এর বিখ্যাত বক্তৃতা 'I have a dream' থেকে সরাসরি উদ্ধৃত। ২৮ আগস্ট ১৯৬৩
সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে প্রদত্ত এক বক্তৃতায় তিনি এ উক্তিটি করেন।
0
Updated: 2 months ago