A
Christopher Marlowe
B
Alexander
Pope
C
John Dryden
D
Samuel Beckett
উত্তরের বিবরণ
-
Christopher Marlowe- Elizabethan Period
-
Alexander Pope- Restoration Period
-
John Dryden- Restoration Period
-
Samuel Beckett- Modern Period

0
Updated: 3 weeks ago
Who of the following is a University wit?
Created: 2 weeks ago
A
Christopher Marlowe
B
Robert Greene
C
George Peele
D
All of the above
English
Christopher Marlowe (1564-1593)
George Peele (1558-1598)
Robert Greene (1558-1592)
No subjects available.
• University Wits
Answer: ঘ) All of the above ✅
-
University Wits হলো Elizabethan Period-এর একজন বিশেষ দলে অন্তর্ভুক্ত নাট্যকারদের সমষ্টি, যারা ১৬শ শতকের শেষ ১৫ বছরে নাটক রচনা করেছিলেন।
-
এই নাট্যকাররা native interlude ও chronicle play-কে উচ্চমানের নাটক ও বৈচিত্র্যময় রচনার মাধ্যমে পরিবর্তন করেন।
-
University Wits-এর প্রায় সবাই Oxford বা Cambridge University-এর গ্র্যাজুয়েট।
-
তারা তাদের লেখায় গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা প্রবর্তন করেন।
• প্রধান University Wits
-
Christopher Marlowe – Cambridge
-
Robert Greene – Cambridge
-
Thomas Nashe – Cambridge
-
Thomas Lodge – Oxford
-
George Peele – Oxford
-
John Lyly – Oxford
-
Thomas Kyd – (not university-trained)
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium? Who speaks the famous lines?
Created: 3 weeks ago
A
Caesar
B
Antony
C
Faustus
D
Romeo
'Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium?' উক্তিটি Christopher Marlowe রচিত বিখ্যাত Tragedy 'Doctor Faustus' থেকে উদ্ধৃত। এ নাটকের বিখ্যাত চরিত্র 'Faustus' জীবনের সায়াহ্নে এসে তাঁর নিজস্ব চিন্তাভাবনা/যুক্তিতর্ক সম্পর্কে অনুশোচনা করতে গিয়ে এ উক্তিটি করেন।

0
Updated: 3 weeks ago
"Sweet Helen, make me immortal with a kiss." - This is quoted by -
Created: 2 weeks ago
A
Spenser
B
Shakespeare
C
Philip Sidney
D
Marlowe
• "Sweet Helen, make me immortal with a kiss"
-
এই উক্তিটি Christopher Marlowe রচিত।
• Doctor Faustus
-
এটি Christopher Marlowe রচিত একটি tragedy।
-
নাটকে Marlowe Faustus-এর জীবনের কাহিনী উপস্থাপন করেন।
-
Faustus ছিলেন একজন Doctor, পরে তিনি জাদুকরে পরিণত হন।
-
তিনি শয়তানের সাথে চুক্তি করেন, যাতে তিনি জ্ঞান ও শক্তি লাভ করতে পারেন।
-
Mephistopheles ছিলেন Faustus এবং Lucifer এর মধ্যস্থতাকারী।
-
চুক্তির মাধ্যমে Faustus ২৪ বছরের জন্য ক্ষমতাশালী জীবন লাভ করেন।
-
এই সময়ে তিনি তার ক্ষমতার অনেক সদ্ব্যবহার ও অপব্যবহার করেন।
-
জীবনের শেষ দিনে তিনি ভীত ও সন্ত্রস্ত হন এবং অনুতপ্ত বোধ করেন।
-
মধ্যরাতে শয়তানের প্রতিনিধি এসে Faustus-এর আত্মা নরকে নিয়ে যায়।
• আরও কিছু প্রসিদ্ধ উক্তি (Quotes)
-
"Was this the face that launch'd thousand ships, And burnt the topless towers of Ilium."
-
"Sweet Helen, make me immortal with a kiss."
• Christopher Marlowe
-
তিনি একজন Elizabethan poet।
-
ছিলেন একজন University Wit।
-
Shakespeare-এর আগে তিনি ছিলেন English drama-এর অন্যতম প্রধান লেখক।
-
বিশেষভাবে তিনি dramatic blank verse-এর প্রতিষ্ঠা করেছেন।
• Notable Works by Marlowe
-
Doctor Faustus
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
📖 Source: Britannica

0
Updated: 2 weeks ago