Riders to the Sea is-
A
an epic poeman epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
উত্তরের বিবরণ
John Millington Synge (J.M. Synge) একজন বিখ্যাত আইরিশ নাট্যকার কবি ও লেখক । তাঁর কিছু বিখ্যাত রচনা নিম্নরূপ- 1. Riders to the Sea (one-act play) 2. The Playboy of Western World

0
Updated: 2 months ago
Which of the following is not a comedy play by William Shakespeare?
Created: 2 months ago
A
The Merry Wives of Windsor
B
The Phoenix and the Turtle
C
The Taming of the Shrew
D
The Winter's Tale
'The Phoenix and the Turtle' is not a comedy play by William Shakespeare.
- এটি হলো Shakespeare -এর একটি বিখ্যাত কবিতা।
• William Shakespeare authored the poem 'Phoenix and Turtle'.
- কবিতাটি শেক্সপিয়ার রচিত একটি long poem যেটি 'The Phoenix and the Turtle' হিসেবেও পরিচিত।
- এটি একটি গভীর ও রূপকধর্মী রচনা। এটি প্রথম প্রকাশিত হয় ১৬০১ সালে এবং এটি শেক্সপিয়ারের সবচেয়ে দুর্বোধ্য কবিতাগুলোর একটি হিসেবে বিবেচিত।
- এটি প্রথম প্রকাশিত হয় Robert Chester's Love's Martyr বইয়ে, যেখানে শেক্সপিয়ারসহ অন্যান্য কবিদের কবিতা সংকলিত ছিল।
- The poem comprises 13 quatrains followed by five triplets, culminating in a conclusion. It uses formal language, paradox, and metaphysical imagery to explore its themes.
- The poem is part of a larger collection of works that explore themes of love, death, and transformation.
• এই কবিতার বিখ্যাত লাইন:
- "To this urn let those repair
That are either true or fair;
For these dead birds sigh a prayer."
• এছাড়াও Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হলো-
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint.
• অন্যদিকে,
- The Merry Wives of Windsor, The Taming of the Shrew, The Winter's Tale হলো William Shakespeare -এর comedy play.
Source: Britannica.

2
Updated: 2 months ago
The Taming of the Shrew is famous _______ written by ________.
Created: 2 months ago
A
comedy, Edmund Spenser
B
tragedy, Edmund Spenser
C
comedy, Shakespeare
D
tragedy, Shakespeare
"The Taming of the Shrew" হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কমেডি নাটক।
• The Taming of the Shrew
- এটি 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- 1590-94 সালে কোনো এক সময়ে লেখা এবং 1623 সালে 'First Folio' তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই Comedy টি Shrewish Katharina এবং the Canny Petruchio এর মধ্যকার volatile courtship এর বর্ণনা দেয় যে কিনা determined to subdue Katharina’s legendary temper and win her dowry.
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' এবং Swan of Avon বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 2 months ago
"Cymbeline" was written by-
Created: 2 months ago
A
John Wycliffe
B
Geoffrey Chaucer
C
William Shakespeare
D
William Langland
• "Cymbeline" was written by - William Shakespeare.
• Cymbeline
- এটি William Shakespeare রচিত একটি নাটক।
- It is a comedy in five acts.
- Cymbeline হলো Shakespeare -এর কম পরিচিত কিন্তু জটিল নাটকগুলোর একটি।
- এটি প্রেম, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি, দেশপ্রেম এবং ক্ষমার গল্প নিয়ে গঠিত।
- নাটকের কেন্দ্রে রয়েছে ব্রিটেনের রাজা সাইমবেলাইন ও তার মেয়ে ইমোজেনের জীবন।
- According to Britannica and modern critics it is considered as a comedy or sometimes even a romance.
- এটি ১৬০৮-১০ সালের মধ্যে লেখা এবং ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Set in the pre-Christian Roman world, Cymbeline draws its main theme, that of a wager by a husband on his wife’s fidelity, from a story in Giovanni Boccaccio’s Decameron.
• Summary:
• নাটকে ব্রিটেনের রাজা Cymbeline এর কন্যা Imogen নিম্নবংশীয় Posthumus Leonatus এর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাজা এই বিয়ে মেনে না নিয়ে Posthumusকে নির্বাসনে পাঠান।
• নির্বাসনে থাকা Posthumus, Imogen এর চরিত্র নিয়ে Iachimo এর সঙ্গে বাজি ধরে, যে Imogen কে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়। মিথ্যা প্রমাণ দিয়ে Iachimo, Posthumusকে বিভ্রান্ত করে। Posthumus রেগে Imogenকে হত্যা করতে নির্দেশ দেয়, কিন্তু Imogen পুরুষ বেশ ধারণ করে পালিয়ে যায়। রাজা Cymbeline er দ্বিতীয় স্ত্রী চায় তার ছেলে Cloten কে Imogen এর স্বামী বানাতে, কিন্তু cloten, Imogen কে খুঁজতে বের হয় এবং নিহত হয়।
• শেষে সত্য উদঘাটিত হয়। Posthumus জানতে পারে যে Imogen তাকে প্রতারণা করেনি। Iachimo তার ভুল স্বীকার করে। রোমান ও ব্রিটিশ সৈন্যদের মধ্যে যুদ্ধ শেষে সবার মধ্যে মিল-মিশ হয়। নাটকের শেষে রাজনীতি ও পারিবারিক বিভ্রান্তি মিটে যায়।
• William Shakespeare (1564-1616)
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.

0
Updated: 2 months ago