A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W. B. Yeats
উত্তরের বিবরণ
W.B.
Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল
: পুরস্কার লাভ করেন। WB Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি' অনুবাদ করতে
সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন।
W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
1.
The Lake Isle of Innisfree 2. The Second Coming 3. Sailing to Byzantium 4. Leda
and the Swan 5. Death Long-legged Fly 6. No Second Troy 7. Easter 1916

0
Updated: 3 weeks ago
Which of the following is not an American poet?
Created: 3 weeks ago
A
Robert Frost
B
W.B. Yeats
C
Emily Dickinson
D
Langston Hughes
(ক) Robert Frost - American Poet
(খ) W. B. Yeats - Irish Poet
(গ) Emily Dickinson - American Poet
(ঘ) Langston Hughes - American Poet

0
Updated: 3 weeks ago
The poem Sailing to Byzantium was authored by -
Created: 1 week ago
A
T. S. Eliot
B
Dylan Thomas
C
W. B. Yeats
D
Robert Browning
The poem Sailing to Byzantium was authored by – W. B. Yeats.
-
এটি William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
-
প্রকাশিত হয় 1927 সালে তাঁর কবিতাসংকলন October Blast-এ।
-
Yeats-এর জন্য, প্রাচীন Byzantium ছিল কালের বাইরের শিল্পের রূপান্তরের নিখুঁত প্রতীক।
-
কবিতাটি remarkable lyricism-এর জন্য পরিচিত।
• William Butler Yeats
-
একজন বিখ্যাত সাহিত্যিক, Modern Period-এর সদস্য।
-
তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
কবি এবং নাট্যকার হিসেবে তার সাহিত্য আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় দেখা যায়।
• Major Poems
-
The Wild Swans at Coole, The Tower, The Winding Stair and Other Poems, The Second Coming, The Cat and the Moon, Sailing to Byzantium, The Lake Isle of Innisfree, Among School Children, A Prayer for My Daughter, When You Are Old, Easter 1916, September 1919, The Wanderings of Oisin, Leda and The Swan
• Plays by W. B. Yeats
-
The Resurrection, The Only Jealousy of Emer, The Dreaming of the Bones, Four Plays for Dancers, Calvary, Cathleen ni Houlihan, The Countess Cathleen
• Prose
-
A Vision, Celtic Twilight (essay)
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 week ago
‘No Second Troy’ is a-
Created: 3 weeks ago
A
short story
B
novel
C
poem
D
drama
W.B. Yeats একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। W.B. Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে 'গীতাঞ্জলি' অনুবাদ করতে সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন। W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
• The Lake Isle of Innisfree, • The Second Coming • Sailing to Byzantium • Leda and the Swan • Death, • Easter 1916 • Long-legged Fly • No Second Troy

0
Updated: 3 weeks ago