The poem “Isle of Innisfree” is written by-
A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W. B. Yeats
উত্তরের বিবরণ
W.B.
Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল
: পুরস্কার লাভ করেন। WB Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি' অনুবাদ করতে
সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন।
W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
1.
The Lake Isle of Innisfree 2. The Second Coming 3. Sailing to Byzantium 4. Leda
and the Swan 5. Death Long-legged Fly 6. No Second Troy 7. Easter 1916

2
Updated: 2 months ago
What symbolic meaning can be attached to “nine bean-rows”?
Created: 1 month ago
A
Simplicity and self-sufficiency
B
Wealth and luxury
C
Power and authority
D
Entertainment and joy
“nine bean-rows” প্রতীকীভাবে বোঝায় প্রকৃতির সঙ্গে স্বনির্ভর, সরল জীবনযাপন। এখানে নয় সংখ্যাটি পূর্ণতা ও শৃঙ্খলার প্রতীক। Yeats চান এমন জীবন যেখানে প্রকৃতির কাছ থেকে খাদ্য সংগ্রহ করা যায় এবং শান্ত পরিবেশে শ্রম ও প্রশান্তি মেলে। এটি আত্মনির্ভরতা ও আধ্যাত্মিক শান্তির প্রতীক।

1
Updated: 1 month ago
In The Second Coming, the poem's apocalyptic tone is intensified by
Created: 1 week ago
A
Rhyming scheme
B
Regular meter
C
Prophetic diction and ominous imagery
D
Lyrical repetition
এই কবিতায় কবি ডব্লিউ. বি. ইয়েটস (W. B. Yeats) এক ভয়াবহ ও ধ্বংসাত্মক ভবিষ্যৎ চিত্রিত করেছেন। “The Second Coming” কবিতার apocalyptic tone বা পৃথিবীর শেষের পূর্বাভাসময় ভাবটি গঠিত হয়েছে তাঁর ব্যবহৃত ভাষা ও প্রতীকের মাধ্যমে।
-
কবিতায় prophetic diction অর্থাৎ ভবিষ্যদ্বাণীমূলক ও বাইবেল-ধর্মী ভাষা ব্যবহারে একধরনের ধর্মীয় গম্ভীরতা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
-
Ominous imagery যেমন “blood-dimmed tide” ও “rough beast slouching towards Bethlehem”—এইসব চিত্র পাঠকের মনে ধ্বংস, বিশৃঙ্খলা ও অশুভ শক্তির আগমনকে দৃশ্যমান করে তোলে।
-
এসব প্রতীক ও ভাষার মিশ্রণই কবিতার apocalyptic intensity বৃদ্ধি করে, যা পাঠককে আসন্ন বিপর্যয়ের পূর্বাভাসের মতো অনুভূতি দেয়।

0
Updated: 1 week ago
How does Yeats describe the “terrible beauty” in the poem "Easter 1916" ?
Created: 1 month ago
A
As a reflection of the political power of the Irish
B
As the beautiful result of rebellion despite the destruction
C
As the beauty of the martyrs
D
As the beauty of sacrifice without meaning
Yeats “terrible beauty” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, বিদ্রোহের পরিণতি একদিকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক, অন্যদিকে তা এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করেছে—যেমন স্বাধীনতার জন্য আত্মত্যাগের মাধ্যমে একটি মহান এবং চিরস্থায়ী মূল্য সৃষ্টি হয়েছে।

2
Updated: 1 month ago