Othello is Shakespeare’s play about-
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
উত্তরের বিবরণ
William Shakespeare রচিত বিখ্যাত tragedy সমূহের মধ্যে অন্যতম হলো Othello । Othello নাটকের প্রধান রচিত্র-Othello ছিলের ভেনিসের সেনাপতি। Othello ছিলেন একজন Moor (উত্তর-পশ্চিম আফ্রিকার আরব ও বার্বার জাতির মিশ্রণ থেকে উদ্ভূত জনগোষ্ঠী)। Othello নিজ স্ত্রী Desdemona-কে সন্দেহপূর্বক হত্যা করে এবং পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে বুকে ছুরি বসিয়ে আত্মহত্যা করে; এর মাধ্যমেই নাটকটি tragedy রূপ লাভ করে।

1
Updated: 2 months ago
To be, or not to be, that is the question – is a famous dialogue from-
Created: 2 months ago
A
Othello
B
Hamlet
C
Romeo and Juliet
D
Macbeth
William
Shakespeare রচিত Tragedy 'Hamlet' থেকে উদ্ধৃত কয়েকটি বিখ্যাত উক্তি নিম্নরূপ:
Quote
•
To be or not to be, that is the question (হ্যামলেট তাঁর বাবার হত্যাকারীকে হত্যা
করবে কি করবে না এই সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে)
•
Frailty, thy name is woman (নারীর অপর নাম দুর্বলতা। হ্যামলেটের বাবা মারা গিয়েছেন
দুমাস হয়নি, রাণীর প্রতিও তার ভালোবাসার কোনো অভাব ছিলনা অথচ এর মাঝেই তিনি হ্যামলেট
এর কাকাকে বিয়ে করে ফেলেন যার প্রেক্ষিতেই এই উক্তি)
•
Brevity is the soul of wit. (সংক্ষিপ্ত কথাই রসিকতার প্রাণ)
•
There is nothing either good or bad but thinking makes it so. (পৃথিবীতে ভালো-মন্দ
বলে কিছু নাই, চিন্তাই ভালো-মন্দ তৈরি করে
•
When sorrows come, they come not single spices but in battalions. (দুঃখ যখন আসে
একা আসে না, দল বেঁধে আসে)

0
Updated: 2 months ago
Why does Hamlet stage the play “The Mousetrap”?
Created: 2 months ago
A
To amuse Ophelia
B
To honor his father
C
To catch the conscience of the king
D
To celebrate Claudius’s coronation
হ্যামলেট নাটকের মধ্যে নাটক মঞ্চস্থ করে যাতে ক্লডিয়াসের অপরাধ প্রকাশ পায়। ক্লডিয়াসের প্রতিক্রিয়া দেখে সে নিশ্চিত হয় তার পিতাকে হত্যা করা হয়েছে। এটি নাটকের গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত।

0
Updated: 2 months ago
Which theater is most associated with Shakespeare’s plays?
Created: 2 months ago
A
The Royal National Theatre
B
The Globe Theatre
C
The West End Theatres
D
The Broadway Theatres
William Shakespeare (1564-1616):
- তিনি জন্মগ্রহণ করেন ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি ১৫৪ টি সনেট, ৩টি long narrative poem, ৩৭ টি play লিখেন।
- ১৫৯৯ সালের পর Globe Theatre এ William Shakespeare এর নাটকগুলো perform হয়।
Source: Encyclopedia Britannica.

0
Updated: 2 months ago