The ‘climax’ of a plot is what happens-
A
in the beginning
B
at the end
C
at the height
D
at the height
উত্তরের বিবরণ
সাহিত্যে Climax শব্দটি দ্বারা কাহিনী, নাটক প্রভৃতির গুরুত্বক্রমের শেষ ধাপ বা চরম পরিণতিকে বুঝায় যেখানে কাহিনী বা নাটক বড় ধরনের মোড় নেয়। এ ধরনের চরম পরিণতি বা পর্যায়কে নাটকের highest point, peak, height প্রভৃতি নামে অভিহিত করা হয়।

0
Updated: 2 months ago
He is trying to cope with the pressure of the new job.
Here, the phrase “cope with” means -
Created: 1 month ago
A
Complain about
B
Deal with
C
Agree to
D
Run from
The correct answer is খ) Deal with.
-
Cope with
-
Bangla Meaning: মোকাবিলা করা, সামাল দেওয়া।
-
English Meaning (Cambridge): To deal successfully with a difficult situation.
-
Example: It must be really hard to cope with three young children and a job.
-
বাংলা উদাহরণ: তিনটি ছোট শিশুর সঙ্গে চাকরিও সামলানো নিঃসন্দেহে খুব কঠিন।
-
-
Other options (ভুল):
-
ক) Complain about = অভিযোগ করা।
-
গ) Agree to = সম্মতি দেওয়া।
-
ঘ) Run from = পালিয়ে যাওয়া।
-

0
Updated: 1 month ago
The house on the hill belongs to my friend.
Here, the underlined phrase is a/ an -
Created: 1 week ago
A
Prepositional phrase & Adjective phrase
B
Phrasal Verb & Adverb phrase
C
Prepositional phrase & Adverb phrase
D
Noun clause & Phrase preposition
The house on the hill belongs to my friend. Here, the underlined phrase is a/ an - Prepositional Phrase and Adjective Phrase.
• Prepositional Phrase:
-
যে phrase Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
-
এখানে 'on the hill' Preposition দিয়ে শুরু হয়ে Adjective এর কাজ করছে, তাই এটি Prepositional Phrase।
• Adjective Phrase:
-
যে phrase গুলো sentence-এ adjective এর মত কাজ করে, অর্থাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-
Noun এর পরে যদি কোন clause/phrase বসে, তাহলে সেটি Adjective clause/phrase হবে।
-
এখানে 'on the hill' noun 'The house' কে modify করছে, তাই এটি Adjective Phrase।
• উদাহরণ:
-
The house on the hill belongs to my friend. (Prepositional Phrase / Adjective Phrase)
-
এই বাক্যে 'on the hill' একই সাথে Prepositional Phrase ও Adjective Phrase-এর কাজ করছে।

0
Updated: 1 week ago
In the phrase "A terrible beauty is born," which literary device is being used?
Created: 1 month ago
A
Simile
B
Oxymoron
C
Metaphor
D
Pun
Oxymoron
-
সংজ্ঞা: Oxymoron হলো একটি figure of speech, যেখানে দুইটি পরস্পরবিরোধী বা বিপরীতার্থক শব্দ পাশাপাশি ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিশেষ কোনো ভাব বা অর্থ প্রকাশ করা হয়।
-
উদাহরণ: W.B. Yeats-এর কবিতা Easter, 1916 থেকে:
"A terrible beauty is born."
এখানে terrible (ভয়ানক) এবং beauty (সুন্দর) শব্দ দুটি একসাথে ব্যবহৃত হয়েছে।
অন্য অলঙ্কারের পার্থক্য:
-
Simile (উপমা)
-
দুইটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা।
-
সাধারণত as বা like ব্যবহার হয়।
-
উদাহরণ: “Her eyes were like stars.”
-
-
Metaphor (রূপক)
-
দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা।
-
Like বা as ব্যবহার হয় না।
-
উদাহরণ: “Time is a thief.”
-
-
Pun (শব্দের কৌতুক)
-
শব্দের বিভিন্ন অর্থ বা উচ্চারণের উপর ভিত্তি করে রসাত্মকতা তৈরি করা।
-
উদাহরণ: “I used to be a banker, but I lost interest.”
-

0
Updated: 1 month ago