A
James Joyce
B
Arthur Miller
C
Samuel Beckett
D
George Bernard Shaw
উত্তরের বিবরণ
'Arms and the Man' হলো George Bernard Shaw রচিত একটি বিখ্যাত comedy। Shaw রচিত আরো কয়েকটি নাটকের নাম নিম্নরূপ-

0
Updated: 3 weeks ago
Which natural image first reminds the poet of lost childhood vision?
Created: 1 week ago
A
Rainbow and rose
B
The moon, the evening star, and sunshine
C
Snow and winter wind
D
Mountain and cave
কবিতার শুরুতে Wordsworth বলেন, সূর্য, চাঁদ আর তারকা—সবকিছুই এখন তাঁর কাছে আগের মতো স্বর্গীয় আলো বহন করে না। এগুলো একসময় তাঁকে শৈশবের আধ্যাত্মিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন তিনি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই এই প্রাকৃতিক প্রতীকগুলো তাঁর কাছে শৈশবের হারানো দ্যুতির স্মারক।

1
Updated: 1 week ago
Who wrote the following lines : "all at once I saw/a crowd, a host of golden daffodils"?
Created: 1 week ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth wrote the following lines:
"All at once I saw
a crowd, a host of golden daffodils"?
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।
• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন -
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'
• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।
• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.
• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.
• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে,
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes
Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

0
Updated: 1 week ago
Why did Wordsworth later become disillusioned with the French Revolution?
Created: 1 week ago
A
He disliked democracy
B
He lost faith in poetry
C
The Revolution turned violent
D
He moved to America
প্রথমে Wordsworth বিপ্লবকে মানবতার বিজয় বলে স্বাগত জানালেও পরে তিনি এর ভয়াবহ দিক প্রত্যক্ষ করেন। “Reign of Terror” সময়ে বিপ্লবীরা গিলোটিনে হাজারো মানুষ হত্যা করে। স্বাধীনতার নামে চলা এই সহিংসতা তাঁকে ভীষণভাবে আঘাত করে। তিনি উপলব্ধি করেন যে, যে আন্দোলন মানবতার জন্য আশার আলো ছিল, তা এক সময় ভয়ের প্রতীকে পরিণত হয়েছে। ফলে Wordsworth রাজনীতি থেকে সরে এসে কবিতায় প্রকৃতি, নৈতিকতা ও মানবিকতার দিকে মনোযোগ দেন।

0
Updated: 1 week ago