Who among the following writers is not a Nobel Laureate?
A
T. S. Eliot
B
Toni Morrison
C
Graham Greene
D
William Faulkner
উত্তরের বিবরণ
(ক)
T.S. Eliot (1888-1965)- 1948
(খ)Toni
Morrison (1931-2019)- 1993
(গ)Grahame Greene (1904-1991)- কখনো নোবেল পুরস্কার পান নি; ১৯৭৪ সালে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি তা প্রত্যাখান করেন।(ঘ)William Faulkner (1897-1962)

3
Updated: 2 months ago
Which natural image first reminds the poet of lost childhood vision?
Created: 1 month ago
A
Rainbow and rose
B
The moon, the evening star, and sunshine
C
Snow and winter wind
D
Mountain and cave
কবিতার শুরুতে Wordsworth বলেন, সূর্য, চাঁদ আর তারকা—সবকিছুই এখন তাঁর কাছে আগের মতো স্বর্গীয় আলো বহন করে না। এগুলো একসময় তাঁকে শৈশবের আধ্যাত্মিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন তিনি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই এই প্রাকৃতিক প্রতীকগুলো তাঁর কাছে শৈশবের হারানো দ্যুতির স্মারক।

1
Updated: 1 month ago
How many years later did Wordsworth revisit Tintern Abbey before writing the poem?
Created: 1 month ago
A
Three years
B
Five years
C
Ten years
D
Seven years
Wordsworth প্রথমবার টিন্টার্ন অ্যাবে ভ্রমণ করেছিলেন ১৭৯৩ সালে এবং দ্বিতীয়বার যান ১৭৯৮ সালে। অর্থাৎ পাঁচ বছর পর তিনি আবার সেখানে ফিরে আসেন। কবিতায় তিনি উল্লেখ করেন, কিভাবে এই পাঁচ বছরের মধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণ বয়সে প্রকৃতিকে তিনি আনন্দের উৎস মনে করলেও পরিণত বয়সে প্রকৃতিকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে শুরু করেন। এই পরিবর্তন কবিতার মূল থিম।

0
Updated: 1 month ago
“Like a roe / I bounded o’er the mountains” — the figure of speech is:
Created: 1 month ago
A
Personification
B
Simile
C
Allusion
D
Apostrophe
এই লাইনে Wordsworth নিজের শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি হরিণশাবকের (roe) মতো পর্বতচূড়ায় লাফাতেন। এখানে “like a roe” শব্দগুচ্ছ একটি সরাসরি উপমা (simile), যেখানে কবি তাঁর শৈশবের প্রাণোচ্ছলতা ও উদ্দীপনাকে বর্ণনা করেছেন। এই simile প্রকৃতির সাথে কবির শৈশবকালীন মিলন ও আনন্দকে জীবন্ত করে তুলেছে।

0
Updated: 1 month ago