A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
উত্তরের বিবরণ
William Wordsworth এর বিখ্যাত কবিতা 'I wandered lonely as a cloud' থেকে উদ্বৃত।

0
Updated: 3 weeks ago
Which natural image first reminds the poet of lost childhood vision?
Created: 1 week ago
A
Rainbow and rose
B
The moon, the evening star, and sunshine
C
Snow and winter wind
D
Mountain and cave
কবিতার শুরুতে Wordsworth বলেন, সূর্য, চাঁদ আর তারকা—সবকিছুই এখন তাঁর কাছে আগের মতো স্বর্গীয় আলো বহন করে না। এগুলো একসময় তাঁকে শৈশবের আধ্যাত্মিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন তিনি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই এই প্রাকৃতিক প্রতীকগুলো তাঁর কাছে শৈশবের হারানো দ্যুতির স্মারক।

1
Updated: 1 week ago
Which of the following is an important feature of Romantic literature?
Created: 1 week ago
A
Supernatural Elements
B
Strict Classical Rules
C
Industrial Progress
D
Political Pamphlets
রোমান্টিক যুগের আরেকটি বৈশিষ্ট্য হলো অতিপ্রাকৃত উপাদান বা supernatural elements-এর ব্যবহার। Coleridge-এর The Rime of the Ancient Mariner বা Keats-এর La Belle Dame sans Merci—এ ধরনের কবিতায় রহস্য, স্বপ্ন, ভয়াবহতা এবং অলৌকিকতার ছোঁয়া আছে। এগুলো কল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়। তাই অতিপ্রাকৃত উপাদান রোমান্টিক সাহিত্যের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
The play Arms and the man is by-
Created: 3 weeks ago
A
James Joyce
B
Arthur Miller
C
Samuel Beckett
D
George Bernard Shaw
'Arms and the Man' হলো George Bernard Shaw রচিত একটি বিখ্যাত comedy। Shaw রচিত আরো কয়েকটি নাটকের নাম নিম্নরূপ-

0
Updated: 3 weeks ago