Who wrote the following lines: “all at once I saw/a crowd, a host of golden daffodils”?
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
উত্তরের বিবরণ
William Wordsworth এর বিখ্যাত কবিতা 'I wandered lonely as a cloud' থেকে উদ্বৃত।

1
Updated: 2 months ago
What role does “memory” play in the structure of Tintern Abbey?
Created: 2 weeks ago
A
Memory helps Wordsworth recall lost youth with regret
B
Memory provides continuity between past and present experiences of nature
C
Memory erases the pain of city life completely
D
Memory is shown as unreliable and deceptive
কবিতায় স্মৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ডসওয়ার্থ বলেন, যখন তিনি প্রকৃতির কাছে থাকেন না, তখনও স্মৃতিতে সেই দৃশ্য তাকে শান্তি দেয়। স্মৃতি তার মনকে প্রশান্ত করে এবং শহুরে জীবনের চাপ থেকে মুক্তি দেয়। এভাবে স্মৃতি অতীত অভিজ্ঞতা ও বর্তমান জীবনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে।
তরুণ বয়সের অভিজ্ঞতা তাকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে এবং বারবার ফিরে এসে তিনি নতুন অর্থ খুঁজে পান। কবির কাছে স্মৃতি প্রকৃতির শক্তিকে চিরস্থায়ী করে তোলে।

0
Updated: 2 weeks ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 2 months ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 2 months ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers

0
Updated: 1 month ago