A
W. Wordsworth
B
s. T. Coleridge
C
P. B. Shelley
D
A. C. Swinburne
উত্তরের বিবরণ
Willam Wordsworth-এর বিখ্যাত কয়েকটি উক্তি নিম্নরূপ:
• Child is the father of the man. [My heart leaps up when I behold কবিতার বিখ্যাত লাইন।]
• Nature never did betray the heart that loved her. [প্রকৃতি কখনই তাকে আঘাত করেনা যে হৃদয় তাকে ভালোবেসেছে।]-Tintern Abbey
• Poetry is the spontaneous overflow of powerful feelings. [কবিতা হচ্ছে প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত
বহিঃপ্রকাশ] -Preface to Lyrical Ballads
• The music in my heart I bore/Long after it was heard no more. [The Solitary Reaper এর শেষ দুটি লাইন।]
• Let nature be your teacher.

0
Updated: 3 weeks ago
What major theme dominates Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Celebration of Industrial Revolution
B
Loss of childhood’s spiritual vision
C
Satire on urban society
D
Heroic deeds in war
এই ওডে Wordsworth বলেন, শিশু অবস্থায় মানুষ প্রকৃতির ভেতর ঈশ্বরীয় মহিমা দেখতে পায়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। এটি কবিতার কেন্দ্রীয় থিম—শৈশবের আভা হারানো। তবে কবি শেষে প্রকৃতি ও স্মৃতির মাধ্যমে সান্ত্বনা খুঁজে পান। এই হারানো ও পুনরুদ্ধারের দ্বৈত অভিজ্ঞতাই কবিতার মূল ভাব।

0
Updated: 1 week ago
The poem 'The Solitary Reaper' is written by-
Created: 1 week ago
A
W. H. Auden
B
W. Wordsworth
C
W.B. Yeats
D
Ezra Pound
The Solitary Reaper
-
রচয়িতা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)
-
প্রকাশকাল: ১৮০৭
-
বাংলা অর্থ: একাকী শস্যচ্ছেদক (ফসল কাটার কাজ করা একাকী নারী)
-
কবিতার বিষয়বস্তু: কবিতায় একজন তরুণী মেয়েকে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ি পরিবেশে একাকী শস্য কাটতে দেখা যায়। কাজের সঙ্গে সঙ্গে সে একটি মর্মস্পর্শী গান গুনগুনাচ্ছে, যা কবিকে গভীরভাবে ছুঁয়েছে।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (1770–1850)
-
রোমান্টিক যুগের একজন বিশিষ্ট কবি।
-
প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অনুভূতিকে কেন্দ্র করে লেখা কবিতার জন্য তিনি পরিচিত।
-
সাধারণত “Poet of Nature” নামে খ্যাত।
-
বিখ্যাত কবিতা:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
-
উৎস: Britannica

0
Updated: 1 week ago
In which year was Tintern Abbey composed?
Created: 1 week ago
A
1805
B
1798
C
1815
D
1789
Lines Composed a Few Miles above Tintern Abbey ১৭৯৮ সালে লেখা হয় এবং Lyrical Ballads-এর শেষ কবিতা হিসেবে প্রকাশিত হয়। এটি Wordsworth-এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা, যেখানে তিনি প্রকৃতির প্রতি তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। ১৭৯৩ সালের পর পাঁচ বছর বাদে তিনি আবার টিন্টার্ন অ্যাবে এলাকায় ফিরে আসেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে দেখেন। তাই এই কবিতা রোমান্টিক কবিতার এক গুরুত্বপূর্ণ দলিল।

0
Updated: 1 week ago