‘Child is the father of man’ is taken from the poem of____.
A
W. Wordsworth
B
s. T. Coleridge
C
P. B. Shelley
D
A. C. Swinburne
উত্তরের বিবরণ
Willam Wordsworth-এর বিখ্যাত কয়েকটি উক্তি নিম্নরূপ:
• Child is the father of the man. [My heart leaps up when I behold কবিতার বিখ্যাত লাইন।]
• Nature never did betray the heart that loved her. [প্রকৃতি কখনই তাকে আঘাত করেনা যে হৃদয় তাকে ভালোবেসেছে।]-Tintern Abbey
• Poetry is the spontaneous overflow of powerful feelings. [কবিতা হচ্ছে প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত
বহিঃপ্রকাশ] -Preface to Lyrical Ballads
• The music in my heart I bore/Long after it was heard no more. [The Solitary Reaper এর শেষ দুটি লাইন।]
• Let nature be your teacher.

2
Updated: 2 months ago
Who does the phrase "Mighty Prophet! Seer blest!" refer to?
Created: 1 week ago
A
God
B
Nature's child
C
Poet
D
Prophet of truth
এই পংক্তি “Mighty Prophet! Seer blest!” মূলত শিশুকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, যাকে Wordsworth তাঁর কবিতা “Ode: Intimations of Immortality”-তে “Nature’s child” বলে উল্লেখ করেছেন।
কবির মতে, শিশুর মধ্যে এমন এক divine purity বা আধ্যাত্মিক পবিত্রতা রয়েছে যা সে পৃথিবীতে আসার আগে ঈশ্বরীয় উৎস থেকে সঙ্গে নিয়ে আসে। তাই শিশুকে তিনি ‘Prophet’ বা ‘seer’ হিসেবে তুলনা করেছেন, যে এখনো সেই ঈশ্বরীয় জ্যোতির সঙ্গে সংযুক্ত।
-
Wordsworth বিশ্বাস করতেন যে শিশুরা পৃথিবীতে আসার সময় ঈশ্বরীয় আলো বা heavenly glory নিয়ে আসে।
-
বয়স বাড়ার সাথে সাথে মানুষ সেই divine connection হারিয়ে ফেলে, কিন্তু শিশুর মধ্যে তা এখনো বিদ্যমান থাকে।
-
তাই কবি শিশুকে “Mighty Prophet” বলে অভিহিত করেছেন, কারণ সে এখনো প্রকৃতির সঙ্গে এবং ঈশ্বরীয় সত্যের সঙ্গে যুক্ত।

0
Updated: 1 week ago
What is the "abundant recompense" the poet feels he has gained to make up for the loss of his youthful passion?
Created: 2 weeks ago
A
The fame he has achieved as a poet
B
The ability to see a divine spirit connecting all things
C
The companionship of his sister on his tour
D
The financial security of adulthood
Wordsworth-এর Tintern Abbey কবিতায় “abundant recompense” দ্বারা তিনি তাঁর পরিপক্ব, গভীর প্রকৃতিপ্রেম ও আধ্যাত্মিক উপলব্ধিকে বোঝিয়েছেন। এটি তাঁর যুবককালীন আবেগপূর্ণ আনন্দের চেয়ে অনেক বেশি স্থায়ী এবং অর্থবহ।
-
প্রকৃতির গভীর অর্থ উপলব্ধি: যুবক অবস্থায় প্রকৃতির প্রতি তাঁর অনুভূতি ছিল শুধু সংবেদনশীল আনন্দ, কিন্তু পরিপক্ব অবস্থায় তিনি অনুভব করেন “a sense sublime / Of something far more deeply interfused”, যা একটি ঈশ্বরস্বরূপ শক্তি বা আধ্যাত্মিক উপস্থিতিকে নির্দেশ করে যা সমস্ত জীবিত এবং অজীবিত জগতকে সংযুক্ত করে।
-
“The still, sad music of humanity”: তাঁর পরিপক্ব দৃষ্টিভঙ্গি তাকে প্রকৃতির মধ্যে মানবতার দুঃখ, সংগ্রাম ও গভীরতর দিকগুলি উপলব্ধি করতে সাহায্য করে। ব্যক্তিগত প্রকৃতির অভিজ্ঞতা মানবিক দৃষ্টিকোণেও বিস্তৃত হয়।
-
স্মৃতির নিরাময় ক্ষমতা: শহরের কোলাহল ও জাগতিক উদ্বেগের মধ্যে থেকেও Wye Valley-এর শান্ত স্মৃতি “tranquil restoration” প্রদান করে, যা মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি নিয়ে আসে।
-
নৈতিক নির্দেশনা: প্রকৃতি পরিপক্ব বক্তার জন্য হয় “the anchor of my purest thoughts, the nurse, / The guide, the guardian of my heart, and soul / Of all my moral being”, যা তাঁর নৈতিক ও আত্মিক বিকাশকে সমর্থন করে।
-
সারসংক্ষেপে, পরিপক্ব দৃষ্টিভঙ্গি Wordsworth-কে প্রকৃতি ও মানবজগতের গভীর আধ্যাত্মিক ও নৈতিক শক্তি উপলব্ধি করতে সাহায্য করে। এটি যুবককালীন উত্তেজনা বা সংবেদনশীল আনন্দের চেয়ে অনেক বেশি স্থায়ী, সমৃদ্ধ এবং অনুপ্রেরণামূলক।
-
তাই “abundant recompense” বলতে বোঝানো হয়েছে সবকিছুকে সংযুক্ত করা ঈশ্বরস্বরূপ শক্তি দেখার ক্ষমতা।

0
Updated: 2 weeks ago
The "six years' Darling of a pigmy size" primarily represents:
Created: 1 week ago
A
The speaker's own childhood self, fondly remembered
B
The inherent tendency of children to imitate adult societal roles
C
A specific, gifted child who retains more of the celestial light
D
The brevity of the intense visionary period before its inevitable fading
সপ্তম স্তবকে Wordsworth বর্ণনা করেন কিভাবে শিশু, খুব ছোট বয়সে হলেও, প্রাপ্তবয়স্কদের আচরণ, উদ্বেগ এবং “fretted” রীতিগুলো শিখতে ও অনুকরণ করতে শুরু করে। “six years' Darling”-কে বিভিন্ন প্রাপ্তবয়স্ক ভূমিকায় দেখানো হয়েছে—“little Actor,” “little Tyrant,” “little Mockery of the adult world”।
-
বক্তার দুঃখ মূলত এই দেখার কারণে যে, শিশুর এই অনুকরণ, যদিও নিষ্পাপ মনে হয়, প্রকৃতপক্ষে পার্থিব জীবনের “prison-house”-এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি প্রক্রিয়া।
-
এর ফলে শিশু তার ঈশ্বরীয় উৎস এবং visionary perception থেকে ক্রমশ দূরে সরে যায়।
-
এখানে বিষয়টি ব্যক্তিগত স্মৃতি বা কোনো বিশেষ প্রতিভাধর শিশুর নয়, বরং শিশুদের সামাজিকীকরণের সার্বজনীন প্রক্রিয়া।
-
কবি দেখাতে চেয়েছেন কিভাবে শৈশবের আধ্যাত্মিক নিষ্পাপতা প্রাপ্তবয়স্ক সমাজের নিয়ম ও আচরণের প্রভাবে ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়।
-
স্তবকটি শিশুদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি ও ঈশ্বরীয় সংযোগের হারানোর সূচক হিসেবে কাজ করে।

0
Updated: 1 week ago