What is Sidney’s main complaint about contemporary English drama?
A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
উত্তরের বিবরণ
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
0
Updated: 5 months ago
What type of play is Measure for Measure?
Created: 1 month ago
A
Tragedy
B
Dark comedy
C
Romance
D
History play
Measure for Measure
-
এটি William Shakespeare এর লেখা ৫ অঙ্কের Dark Comedy।
-
লেখা হয় ১৬০৩–০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২৩ সালের First Folio তে।
-
"Problem play" হিসেবে পরিচিত, কারণ এতে ট্র্যাজেডি ও কমেডির সংমিশ্রণ রয়েছে।
-
বিষয়বস্তু: সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা, ক্ষমা এবং ক্ষমতার অপব্যবহার।
Summary:
-
ভিয়েনার ডিউক তার ক্ষমতা ছেড়ে Lord Angelo কে শাসনভার দেন।
-
Lord Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং Claudio নামে যুবককে মৃত্যুদণ্ড দেয়।
-
Claudio এর বোন Isabella ভাইয়ের জীবন বাঁচাতে Angelo এর কাছে অনুরোধ জানায়।
-
Lord Angelo শর্ত দেয়, Claudio বাঁচাতে Isabella তাকে দেহ দিতে হবে।
-
ডিউক গোপনে ফিরে এসে Angelo এর অসৎ আচরণ প্রকাশ করে এবং Claudio কে ক্ষমা দেন।
-
নাটকটি ন্যায়, সততা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে গভীর বার্তা দেয়।
Main characters:
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
Shakespeare এর কিছু Tragi-comedy:
-
The Merchant of Venice
-
Measure for Measure
-
The Winter's Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
Source:
0
Updated: 1 month ago
Who is the author of 'India Wins Freedom'?
Created: 2 months ago
A
Abul Kalam Azad
B
Moulana Akram Khan
C
J. L. Nehru
D
Mahatma Gandhi
India Wins Freedom
-
রচয়িতা: Maulana Abul Kalam Azad
-
ধরণ: Autobiography
-
প্রকাশনা: মৃত্যুর পর প্রকাশিত
-
পুরস্কার: 1992 সালে ভারতরত্ন (মরণোত্তর)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
Maulana Abul Kalam Azad
-
জন্ম: 11 নভেম্বর 1888, মক্কা (বর্তমান সৌদি আরব)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
-
পরিচয়: ভারতীয় ইসলামি ধর্মতত্ত্ববিদ ও স্বাধীনতা আন্দোলনের নেতা
0
Updated: 2 months ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 month ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:
0
Updated: 1 month ago