A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
উত্তরের বিবরণ
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 2 months ago
Sidney
says poetry is an art of ________ that teaches and delights.
Created: 2 months ago
A
Assumption
B
Determination
C
Imagination
D
None of them
Coming...

0
Updated: 2 months ago
Who attacked poetry in The School of Abuse?
Created: 2 months ago
A
Edmund Spenser
B
Stephen Gosson
C
Aristotle
D
John Milton
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 2 months ago
Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
Created: 3 days ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 3 days ago