Who of the following writers was not a novelist?
A
Charles Dickens
B
W.B. Yeats
C
James Joyce
D
Jane Austen
উত্তরের বিবরণ
• W.B. Yeats কোনো উপন্যাসিক নন
উল্লিখিত অপশনগুলোর মধ্যে W.B. Yeats একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তিনি কখনোই উপন্যাস লিখেননি।
অন্যদিকে, Charles Dickens, James Joyce ও Jane Austen – এই তিনজনই বিখ্যাত ঔপন্যাসিক (novelist) ছিলেন।
W.B. Yeats
W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি ও নাট্যকার। অনেকেই তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি (National Poet) হিসেবে গণ্য করেন।
তার লেখাগুলো আয়ারল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতির প্রভাব বহন করে।
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ তার কবিতায় ফুটে উঠেছে।
তিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাকে প্রথম আইরিশ লেখক হিসেবে এই সম্মান এনে দেয়।
• W.B. Yeats-এর বিখ্যাত কিছু কবিতা
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
• তার রচিত কিছু জনপ্রিয় নাটক
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk's Well
তথ্যসূত্র: Britannica

1
Updated: 2 months ago
Time frame of 'The Modern Period' -
Created: 2 months ago
A
1931 - 1989
B
1901 - 1989
C
1801 - 1939
D
1901 - 1939
English Literature Periods and their Sub-Ages
1. The Old English Period (450 - 1066)
2. The Middle English Period (1066 - 1500)
-
i) The Anglo-Norman Period
-
ii) The Age of Chaucer
3. The Renaissance Period (1500 - 1660)
-
i) The Elizabethan Period (1558 - 1603)
-
ii) The Jacobean Period (1603 - 1625)
-
iii) The Caroline Period (1625 - 1649)
-
iv) The Commonwealth Period (1649 - 1660)
4. The Neoclassical Period (1660 - 1785)
-
i) The Restoration Period (1660 - 1700)
-
ii) The Augustan Period (1700 - 1745)
-
iii) The Age of Sensibility (1745 - 1785/1798)
5. The Romantic Period (1798 - 1832)
6. The Victorian Period (1832 - 1901)
-
i) The Pre-Raphaelites (1848 - 1860)
-
ii) Aestheticism & Decadence (1880 - 1901)
7. The Modern Period (1901 - 1939)
-
The Modern Age begins with the death of Queen Victoria in 1901 and ends with the outbreak of the Second World War in 1939.
-
Modernism is more than a literary movement; it also includes various art forms that flourished across Europe, including England.
-
The Modern Period is divided into two shorter phases:
-
The Edwardian Period (1901 - 1910)
-
The Georgian Period (1910 - 1939)
-
-
The Modern English Period is considered one of the most significant phases in English literary history.
8. The Post-Modern Period (1939 – Present)
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 2 months ago
"In W. B. Yeats’ poem ‘The Lake Isle of Innisfree’, why does the poet hear the sound of water even in the city?"
Created: 1 month ago
A
Because of his deep inner connection with nature
B
Because there was a lake in the city
C
Because he imagined it in a dream
D
Because he lived beside a river
Yeats শহরে থেকেও পানির শব্দ শোনেন কারণ তার অন্তরের সঙ্গে প্রকৃতির গভীর টান। প্রকৃতি তার মনে এতটাই প্রোথিত যে শহরের ভিড়েও তিনি লেকের ঢেউয়ের ধ্বনি অনুভব করেন। এটি প্রতীকায়িত করে প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ক।

0
Updated: 1 month ago
How does Yeats describe the “terrible beauty” in the poem "Easter 1916" ?
Created: 1 month ago
A
As a reflection of the political power of the Irish
B
As the beautiful result of rebellion despite the destruction
C
As the beauty of the martyrs
D
As the beauty of sacrifice without meaning
Yeats “terrible beauty” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, বিদ্রোহের পরিণতি একদিকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক, অন্যদিকে তা এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করেছে—যেমন স্বাধীনতার জন্য আত্মত্যাগের মাধ্যমে একটি মহান এবং চিরস্থায়ী মূল্য সৃষ্টি হয়েছে।

2
Updated: 1 month ago