The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by-
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
উত্তরের বিবরণ
T.S. Eliot রচিত বিখ্যাত কবিতাসমূহ হলো: 1. The Hollow Man 2. The Love Song of Alfred Prufrock 3. Ash Wednesday 4. Four Quartets 5. Portrait of a lady 6. Journey to the Magi 7. Gerontion 8. Dante's Inferno 9. The Wasteland: a long poem consists of the following five parts- • The Burial of the Dead • A game of Chess • The Fire Sermon • Death by Water • What the Thunder Said

1
Updated: 2 months ago
Which famous literary work influences the epigraph of Prufrock in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 3 weeks ago
A
Dante’s Inferno
B
Homer’s Iliad
C
Virgil’s Aeneid
D
Milton’s Paradise Lost
Prufrock–এর শুরুতে একটি epigraph আছে, যা নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নামের একটি চরিত্র নরকে আটকে থেকে স্বীকার করে যে সে কেবল তখনই তার গোপন কথা বলছে কারণ কেউ নরক থেকে ফিরে জীবিত পৃথিবীতে এই কথা জানাবে না।
Eliot এই উদ্ধৃতি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে Prufrock–এর কণ্ঠস্বরও এক ধরনের গোপন স্বীকারোক্তি, যা সে সমাজের সামনে বলতে পারে না। Dante–র এই প্রভাব কবিতাকে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক প্রেক্ষাপটে নিয়ে গেছে। Eliot দেখাতে চেয়েছেন যে Prufrock–এর স্বীকারোক্তিও ততটাই ব্যক্তিগত এবং শূন্যে আটকে থাকা কণ্ঠস্বর, যা কেউ শোনে না।

0
Updated: 3 weeks ago
What mythological transformation is linked with Tiresias in the poem "The Waste Land"?
Created: 3 weeks ago
A
Changing from man to woman
B
Rising from death to life
C
Turning into a bird
D
Becoming a river god
Tiresias–এর কাহিনিতে বলা হয়, সে একসময় নারী রূপ ধারণ করেছিল এবং পরে আবার পুরুষ হয়। Eliot এটি ব্যবহার করেছেন লিঙ্গের অভিজ্ঞতা মিলিয়ে দেখাতে।
তাই Tiresias কবিতায় যৌন সম্পর্কের অভিজ্ঞতা বোঝার মূল চরিত্র। তার দ্বৈত পরিচয় আধুনিক সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।

0
Updated: 3 weeks ago
What repeated question expresses Prufrock’s fear of action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 3 weeks ago
A
“Do I dare?”
B
“Shall I sleep?”
C
“Can I wait?”
D
“Will I fall?”
Prufrock বারবার নিজেকে জিজ্ঞেস করে, “Do I dare?”। এই প্রশ্নে তার ভয়ের প্রকৃতি প্রকাশিত হয়। সে জীবনে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না, এমনকি প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করার সাহসও নেই।
তার মনে হয়, সামান্য পদক্ষেপ নিলেও পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। Eliot এই প্রশ্নের পুনরাবৃত্তির মাধ্যমে দেখাতে চেয়েছেন আধুনিক মানুষের ভেতরের অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা।
কবিতায় প্রতিটি “Do I dare?” হলো জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সুযোগে ব্যর্থ হয়ে যাওয়া এক ধরনের অভ্যন্তরীণ কণ্ঠস্বর।

0
Updated: 3 weeks ago