‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium? Who speaks the famous lines?
A
Caesar
B
Antony
C
Faustus
D
Romeo
উত্তরের বিবরণ
'Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium?' উক্তিটি Christopher Marlowe রচিত বিখ্যাত Tragedy 'Doctor Faustus' থেকে উদ্ধৃত। এ নাটকের বিখ্যাত চরিত্র 'Faustus' জীবনের সায়াহ্নে এসে তাঁর নিজস্ব চিন্তাভাবনা/যুক্তিতর্ক সম্পর্কে অনুশোচনা করতে গিয়ে এ উক্তিটি করেন।

0
Updated: 2 months ago
Which
of the following writers belong to the Elizabethan period?
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
Alexander
Pope
C
John Dryden
D
Samuel Beckett
-
Christopher Marlowe- Elizabethan Period
-
Alexander Pope- Restoration Period
-
John Dryden- Restoration Period
-
Samuel Beckett- Modern Period

0
Updated: 2 months ago
"Come live with me and be my love, And we will all the pleasures prove"
Who wrote this extract?
Created: 1 month ago
A
Edmund Spenser
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Donne
“Come live with me and be my love, And we will all the pleasures prove” হলো Christopher Marlowe-এর লেখা The Passionate Shepherd to His Love কবিতার একটি অংশ। এটি প্রেম ও প্রকৃতির প্রতি উদাসীন আনন্দের আহ্বান বহন করে।
-
The Passionate Shepherd to His Love একটি pastoral poem, যা Christopher Marlowe রচনা করেছেন।
-
এটি 1599 সালে প্রকাশিত হয়।
-
কবিতার কাহিনীতে “passionate shepherd” তাঁর প্রিয়াকে গ্রামে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানান।
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ইংরেজি নাট্য সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
-
তিনি বিশেষভাবে dramatic blank verse প্রবর্তনের জন্য খ্যাত।
-
তাঁর বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো হলো: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ হিসাবেও পরিচিত।
Famous Quotes by Christopher Marlowe
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Was this the face that launched a thousand ships And burnt the topless towers of Ilium?”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
“I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.”
-
“Who ever loved that loved not at first sight?”
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage

0
Updated: 1 month ago
Who of the following is a University wit?
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
Robert Greene
C
George Peele
D
All of the above
• University Wits
Answer: ঘ) All of the above ✅
-
University Wits হলো Elizabethan Period-এর একজন বিশেষ দলে অন্তর্ভুক্ত নাট্যকারদের সমষ্টি, যারা ১৬শ শতকের শেষ ১৫ বছরে নাটক রচনা করেছিলেন।
-
এই নাট্যকাররা native interlude ও chronicle play-কে উচ্চমানের নাটক ও বৈচিত্র্যময় রচনার মাধ্যমে পরিবর্তন করেন।
-
University Wits-এর প্রায় সবাই Oxford বা Cambridge University-এর গ্র্যাজুয়েট।
-
তারা তাদের লেখায় গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা প্রবর্তন করেন।
• প্রধান University Wits
-
Christopher Marlowe – Cambridge
-
Robert Greene – Cambridge
-
Thomas Nashe – Cambridge
-
Thomas Lodge – Oxford
-
George Peele – Oxford
-
John Lyly – Oxford
-
Thomas Kyd – (not university-trained)
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago