“Shylock” is a character in the play-
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
Romeo and Juliet
D
Measure for Measure
উত্তরের বিবরণ
“Shylock” is a character in the play - The Merchant of Venice.
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glisters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

1
Updated: 2 months ago
What title does Macbeth hold before becoming king?
Created: 2 months ago
A
Thane of Glamis
B
Duke of York
C
Thane of Fife
D
Prince of Denmark
ম্যাকবেথ নাটকের শুরুতেই আমরা জানতে পারি, ম্যাকবেথ Thane of Glamis। এটি ছিল তার পৈত্রিক উপাধি। পরবর্তীতে, রাজা ডানকান তাকে বিশ্বাস ও সাহসিকতার পুরস্কার হিসেবে Thane of Cawdor পদে উন্নীত করেন। এরপর ভবিষ্যৎবক্তা তিন ডাইনি তাকে ভবিষ্যতে রাজা হবে বলেও ভবিষ্যদ্বাণী করে।
অন্যান্য অপশন ব্যাখ্যা:
-
b) Duke of York – ইংরেজ রাজপরিবারের একটি পদবী, শেকসপিয়রের Macbeth নাটকের সঙ্গে সম্পর্কিত নয়।
-
c) Thane of Fife – এটি ছিল ম্যাকডাফের উপাধি, ম্যাকবেথের নয়।
-
d) Prince of Denmark – এটি হ্যামলেট নাটকের কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet-এর উপাধি।
সুতরাং, ম্যাকবেথ রাজা হওয়ার আগে Thane of Glamis ছিলেন।

0
Updated: 2 months ago
What is the role of the ghost in the play?
Created: 2 months ago
A
Comic relief
B
A friend to Hamlet
C
Hamlet’s father’s spirit
D
A fortune teller
শেক্সপিয়ারের "Hamlet" নাটকে ভূতটি হলো হ্যামলেটের মৃত পিতার আত্মা — ডেনমার্কের প্রাক্তন রাজা। এই ভূতটি নাটকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূল রহস্য উন্মোচনকারী:
ভূত হ্যামলেটকে জানায় যে তাকে তার ভাই ক্লডিয়াস হত্যা করেছে রাজ্যের মুকুট দখলের জন্য।
➤ এটি পুরো নাটকের প্রতিশোধমূলক গল্পের সূত্রপাত ঘটায়।-
হ্যামলেটের দ্বন্দ্ব সৃষ্টি করে:
ভূতের কথা বিশ্বাস করা উচিত কিনা—এই প্রশ্ন হ্যামলেটের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি করে। -
নৈতিক ও আত্মিক বোঝাপড়া তৈরি করে:
ভূত তার ছেলেকে হত্যার প্রতিশোধ নিতে বলে, কিন্তু মাতাকে শাস্তি না দিতে বলে—এটি নাটকে নৈতিক ও মানসিক জটিলতা যোগ করে।
ভূতটি কেবল একটি ভৌতিক চরিত্র নয়, বরং নাটকের প্লট চালনা ও চরিত্রগুলোর বিকাশে এক কেন্দ্রীয় চালিকা শক্তি।

1
Updated: 2 months ago
How many plays did William Shakespeare write?
Created: 2 months ago
A
27
B
127
C
158
D
37
William Shakespeare
-
তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার ও কবি।
-
তাঁর জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে, Stratford-upon-Avon শহরে।
-
মৃত্যু হয় ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
সাহিত্যকর্ম:
-
Shakespeare মোট ৩৭টি নাটক লিখেছেন, যা তাঁর সাহিত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
-
এই নাটকগুলোকে Comedy (হাস্যরসাত্মক), Tragedy (বিয়োগান্তক) এবং Historical Play (ঐতিহাসিক নাটক) হিসেবে ভাগ করা হয়েছে।
-
এছাড়াও তিনি ১৫৪টি Sonnet বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন।
উপাধি ও স্বীকৃতি:
-
William Shakespeare-কে বলা হয় "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time"।
-
বিখ্যাত লেখক Dr. Samuel Johnson তাঁকে "Poet of Human Nature" নামে অভিহিত করেছেন।

1
Updated: 2 months ago