“Made weak by time and fate, but strong in will To strive to seek, to find, and not to yield” is taken from the poem written by-
A
Robert Browning
B
Matthew Arnold
C
Alfred Tennyson
D
Lord Byron
উত্তরের বিবরণ
Alfred Lord Tennyson ছিলেন 'The Victorian Period' এর অন্যতম প্রসিদ্ধ কবি। Wordsworth এর মৃত্যুর পর ১৮৫০ সালে তিনি ইংল্যান্ডের রাজকবি (Poet Laureate) হয়েছিলেন। Tennyson রচিত বিখ্যাত কবিতা 'Ulysses' এর শেষ দুটি লাইন হলো-
• 'Made weak by time and fate, but strong in will
• To strive, to find, and not to yield.'

1
Updated: 2 months ago
What is described as hateful in Choric Song IV?
Created: 1 month ago
A
Dark-blue sky and sea
B
Sunshine
C
Mountains
D
Islands
নাবিকরা বলে “Hateful is the dark-blue sky, vaulted o’er the dark-blue sea”। আকাশ ও সাগর তাদের কাছে ঘৃণার প্রতীক, কারণ এগুলো যাত্রা, শ্রম ও সংগ্রামের প্রতীক। আকাশ ও সমুদ্র সীমাহীন কষ্ট ও যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। তাদের কাছে প্রকৃত আনন্দ শান্তি, না যে এই অন্তহীন যাত্রা।

1
Updated: 1 month ago
What sound do the mariners hear after eating Lotos?
Created: 1 month ago
A
A joyous song
B
A thin voice, like from the grave
C
Thunder of gods
D
Echo of war cries
লোটাস খাওয়ার পর নাবিকরা শুনতে পায় সঙ্গীদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে, যেন কবর থেকে ভেসে আসছে। এটি বোঝায় তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক অলৌকিক ঘুমের জগতে প্রবেশ করেছে। এটি মৃত্যুর নৈকট্যের প্রতীক হিসেবেও কাজ করে।

1
Updated: 1 month ago
In The Lotos-Eaters, what does the "Lotos" symbolise?
Created: 2 weeks ago
A
Immortality and eternal life
B
The escape from reality and the pleasures of idleness
C
The pursuit of knowledge and wisdom
D
The destructive nature of addiction
The Lotos-Eaters কবিতায়, "Lotos" এমন একটি প্রতীক, যা জীবনের বাস্তবতা থেকে পালানোর আকাঙ্ক্ষা এবং নিষ্ক্রিয়তার আনন্দকে প্রকাশ করে। লোটোস গাছের ফল খাওয়ার মাধ্যমে চরিত্রগুলি তাদের দায়িত্ব থেকে মুক্তি পায় এবং একটি স্বপ্নময় জীবনে প্রবাহিত হয়, যেখানে তারা সমস্ত সংগ্রাম এবং কাজের চাপ থেকে মুক্ত থাকে।
লোটোসের মধ্যে, তারা অতীতের সমস্ত ক্লান্তি ও কষ্ট ভুলে যায় এবং এক ধরনের আত্মরোহিত অবস্থায় চলে যায়, যা বাস্তবতা থেকে একেবারে দূরে সরে যায়। সুইফট এই কবিতায় মানুষের জীবনের অস্থিরতা, কঠোর পরিশ্রমের প্রতিক্রিয়া এবং আরামপ্রাপ্তির জন্য প্রকৃতির অন্তর্নিহিত আকর্ষণকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

0
Updated: 2 weeks ago