The Antonym of 'fertile' is
A
useful
B
barren
C
strong
D
unfavourable
উত্তরের বিবরণ
‘Fertile’ শব্দের বিপরীতার্থ বোঝাতে ‘barren’ ব্যবহৃত হয়, কারণ দুটি শব্দ অর্থের দিক থেকে সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করে।
– Fertile এমন কিছু বোঝায় যা ফলনশীল, উৎপাদনক্ষম বা বৃদ্ধি ঘটাতে সক্ষম। কৃষিজমি, উদ্ভিদ, এমনকি চিন্তা ও আইডিয়ার ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহার হয়।
– Barren এমন অবস্থা বোঝায় যেখানে উৎপাদন বা বৃদ্ধি ঘটার সম্ভাবনা নেই। এটি শুষ্ক জমি, অনুর্বর পরিবেশ বা কোনো ধরনের ফলহীনতার ধারণা প্রকাশ করে।
– দুই শব্দের এই পার্থক্য মূলত উৎপাদনক্ষমতা এবং উৎপাদনহীনতাকে কেন্দ্র করে গঠিত, তাই barren–ই সবচেয়ে উপযুক্ত antonym।
– ইংরেজি অভিধানে fertile এর অর্থ দেওয়া হয় “capable of producing abundant vegetation or offspring”, আর barren–কে বলা হয় “unable to produce plants or fruit”; অর্থগত এই স্পষ্ট বিরোধ দুটি শব্দকে একে অপরের বিপরীত হিসেবে স্থাপন করে।
– সাহিত্য বা ভাষা ব্যবহারে fertile শব্দটি সাধারণত ইতিবাচক ভাবনা প্রকাশ করে, বিপরীতে barren শব্দটি নেতিবাচক বা অভাব নির্দেশ করে। ফলে দৈনন্দিন ব্যবহারেও একটি অন্যটির ঠিক বিপরীত অর্থ বহন করে।
0
Updated: 2 hours ago
They appointed him president. (passive)
Created: 2 months ago
A
President was appointed him by them.
B
He was appointed president by them.
C
He appointed president by them.
D
President was him appointed by them.
The correct answer is - খ) He was appointed president by them.
Transitive verb-এর পরের complement (যেমন secretary, captain, president ইত্যাদি) active ও passive দুই voice-এই complement থাকে, subject হিসেবে ব্যবহৃত হতে পারে না।
যেমনঃ
- Active: We elected him secretary
- Passive: He was elected secretary by us.
- (Incorrect): Secretary was elected he by us.
Other options:
ক) President was appointed him by them.
বাক্য গঠনের ভুল: "President" কে subject করা ঠিক নয়, এবং “him” এর অবস্থানও ভুল।
গ) He appointed president by them.
“appointed” এর আগে auxiliary verb “was” নেই, এবং structure ভুল।
ঘ) President was him appointed by them.
শব্দগুলোর ক্রম সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং grammar ভুল।
0
Updated: 2 months ago
The boy looks after his parents.
Here, 'looks after' is-
Created: 2 months ago
A
An adverb phrase
B
A verbal phrase
C
A prepositional phrase
D
An adjective phrase
Sentence: The boy looks after his parents.
-
Underlined Part: looks after
-
Type: Verbal Phrase
Explanation:
-
A verbal phrase is a group of words functioning as a verb in a sentence.
-
Here, looks after acts as a single verb meaning “cares for” or “takes care of.”
More Examples:
-
They look for the brilliant students.
-
Do on your shirt.
Note:
-
A verb phrase can consist of a main verb alone or a main verb with auxiliary verbs, modals, or prepositions.
0
Updated: 2 months ago
The student who is hardworking passed the test. (Simple)
Created: 2 months ago
A
Hardworking student passed the test.
B
A hardworking student passed the test.
C
The student hardworking passed the test.
D
A student of hardworking passed the test.
The correct answer is - খ) A hardworking student passed the test.
• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
(i) প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
(ii) relative pronoun এর পরের adjective টি বসে +
(ii) প্রদত্ত subject টি বসে +
(iv) প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।
• Example:
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test.
• More example:
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result.
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.
ব্যাখ্যাঃ নিয়ম অনুযায়ী article an বসেছে প্রদত্ত adjective industrious বসেছে+ subject boy বসেছে + can থেকে life পর্যন্ত বসেছে।
Other options
ক) Hardworking student passed the test.
এখানে article ("a" বা "the") দরকার।
গ) The student hardworking passed the test.
adjective + noun এর মধ্যে word order ভুল।
ঘ) A student of hardworking passed the test.
"of hardworking" ভুল phrase। তাই বাক্যটি ভুল।
0
Updated: 2 months ago