প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য-
A
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
B
জাতিপুঞ্জ সৃষ্টি করা
C
অটোম্যানদের জায়গা দখল করা
D
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
উত্তরের বিবরণ
বেলফোর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি, যা ১৯১৭ সালে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রকাশিত হয়। এই ঘোষণার উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব ফেলানো এবং বিশেষভাবে ইহুদি জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করা।
• ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদি জাতির জন্য ফিলিস্তিনে একটি “জাতীয় আবাসভূমি” প্রতিষ্ঠার সমর্থন প্রকাশ করেন।
• এটি বহুমাত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, যা ব্রিটেনের যুদ্ধকৌশল, মধ্যপ্রাচ্যে প্রভাব বৃদ্ধি এবং আন্তর্জাতিক ইহুদি সমর্থন পাওয়ার লক্ষ্য বহন করেছিল।
• এই ঘোষণাপত্র পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে বিবেচিত হয় এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ঐতিহাসিক সূচনা বিন্দু হিসেবে গুরুত্বপূর্ণ।
0
Updated: 3 hours ago
কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
Created: 3 months ago
A
ওয়েস্টফেলিয়া চুক্তি
B
সেভার্স চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
ভিয়েনা চুক্তি
ভার্সাই চুক্তি:
-
বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের জন্য ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
-
চুক্তি অনুযায়ী জার্মানি ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।
-
চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
-
চুক্তির খসড়া তৈরি করেছিলেন চারজন নেতা, যারা ইতিহাসে “বিগ ফোর” নামে পরিচিত:
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট: উড্রো উইলসন
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: ডেভিড লয়েড জর্জ
-
ফ্রান্সের প্রধানমন্ত্রী: জর্জ ক্লেমেনসো
-
ইতালির প্রধানমন্ত্রী: ভিটোরিও অরল্যান্ডো
-
-
-
প্রথম বিশ্বযুদ্ধ:
-
সূত্রপাত: ১৯১৪ সালের ২৮ জুন, অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্দ সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হন।
-
যুদ্ধ শুরু: ২৮ জুলাই, ১৯১৪
-
যুদ্ধ শেষ: ১১ নভেম্বর, ১৯১৮
-
উৎস: History.com
0
Updated: 3 months ago