কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
A
পাকিস্তান ও ইরান
B
জাপান ও ফিলিপাইন
C
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
D
মিয়ানমার ও রাশিয়া
উত্তরের বিবরণ
দ্বীপে অবস্থানকারী দেশ বলতে এমন রাষ্ট্র বোঝায় যার সম্পূর্ণ ভূখণ্ড পানি পরিবেষ্টিত ভূমিতে অবস্থিত। পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যারা শতভাগ দ্বীপভূমিতে অবস্থান করে এবং তাদের চারপাশে সমুদ্র বা মহাসাগর রয়েছে। তাই উভয় দেশকে আইল্যান্ড নেশন বা দ্বীপরাষ্ট্র বলা হয়।
• এই ধরনের দেশগুলো ভৌগোলিকভাবে অন্য দেশ থেকে বিচ্ছিন্ন থাকে, যার ফলে তাদের পরিবহন ব্যবস্থা সাধারণত বিমান ও নৌপথের ওপর নির্ভরশীল।
• দ্বীপরাষ্ট্রগুলোর অর্থনীতি সাধারণত পর্যটন, সমুদ্রসম্পদ, মাছধরা এবং বন্দর বাণিজ্য নির্ভর হয়ে থাকে।
• জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ এসব রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ।
• বিশ্বে সুপরিচিত দ্বীপরাষ্ট্রের উদাহরণ জাপান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য।
0
Updated: 3 hours ago
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
Created: 4 days ago
A
হাতিয়া
B
সন্দ্বীপ
C
ভোলা
D
সেন্টমার্টিন
বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা, যার আয়তন প্রায় ৩৭৩৭.২১ বর্গকিলোমিটার। এটি দেশের একমাত্র দ্বীপ জেলা এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বিশেষভাবে পরিচিত। ভোলা দ্বীপটি মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে উঠেছে এবং সময়ের সাথে নদী ও পলল সঞ্চয়ের ফলে বিস্তৃত হয়েছে।
• ভোলা ঐতিহাসিকভাবে শাহবাজপুর দ্বীপ নামে পরিচিত ছিল।
• ভোলার প্রাকৃতিক বৈচিত্র্য, নদীতীর এবং অবস্থানের কারণে একে “Queen Island of Bangladesh” বা “দ্বীপের রানি” বলা হয়।
• দ্বীপটি কৃষিতে সমৃদ্ধ এবং এখানে প্রধানত ধান, ডাল, নারকেল, সুপারি ও মাছ উৎপাদন হয়।
• বাংলাদেশে দ্বীপ জেলা হিসেবে ভোলার সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব অনন্য।
0
Updated: 4 days ago
'পূর্বাশা' দ্বীপের অপর নাম-
Created: 6 months ago
A
নিঝুম দ্বীপ
B
সেন্টমার্টিন দ্বীপ
C
দক্ষিণ তালপট্টি দ্বীপ
D
কুতুবদিয়া দ্বীপ
• 'পূর্বাশা' দ্বীপের অপর নাম — দক্ষিণ তালপট্টি দ্বীপ।
-----------------------
• দক্ষিণ তালপট্টি দ্বীপ:
- এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান (continental shelf) এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ।
- দ্বীপটি মূলত গঙ্গা-পদ্মা নদীপ্রণালী- এর বিভিন্ন শাখা নদীর পলল অবক্ষেপণের ফলে গড়ে উঠেছে।
- দ্বীপটির আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার।
- ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে।
- ১৯৭১ সালের মাঝামাঝি সময়ে দ্বীপটির অভ্যুদয় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিগোচর হয়।
- ভারত নতুন জেগে ওঠা দ্বীপটিকে ‘নিউমুর দ্বীপ’ The New Moore Island) নামে চিহ্নিত করে।
- সে সময় পশ্চিমবঙ্গে দ্বীপটিকে কখনও ‘নিউমুর’ আবার কখনও ‘পূর্বাশা’ নামে অভিহিত করা হতো।
- ভারত সরকারও দ্বীপটিকে নিজ রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভূক্ত বলে দাবী করে থাকে।
- দক্ষিণ তালপট্টির আর এখন অস্তিত্ব নেই।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 6 months ago
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
Created: 1 day ago
A
সোনাদিয়া
B
ভোলা
C
সেন্ট মার্টিন
D
হাতিয়া
ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ নদীবাহিত দ্বীপ, যা বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি নদীর পলি জমে তৈরি হয়েছে এবং সময়ের সাথে আকার ও ভূমি বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটেছে। ভোলা জেলা মূলত এই দ্বীপটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং কৃষি, মৎস্য ও সামুদ্রিক সম্পদ এখানে মানুষের জীবিকা নির্ভরশীল করে তুলেছে।
• ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হিসেবে পরিচিত এবং এটি প্রশাসনিকভাবে একটি পূর্ণ জেলা।
• দ্বীপটি নদীভাঙন, জোয়ার-ভাটা ও উপকূলীয় পরিবেশের কারণে ক্রমাগত পরিবর্তনের মধ্যে থাকে।
• ভোলায় প্রাকৃতিক সম্পদ যেমন মাছ, লবণাক্ত জলাভূমি এবং কৃষিজমি অর্থনীতিতে ভূমিকা রাখে।
0
Updated: 1 day ago