According
to Sidney, the word vates in Latin means:
A
Writer
B
Prophet
C
Teacher
D
Speaker
উত্তরের বিবরণ
Sidney-এর মতে, লাতিন শব্দ vates এর অর্থ হলো prophet বা ভবিষ্যদ্বক্তা। এই শব্দটি কবিকে ভবিষ্যদ্বাণীকারী বা সমাজের পথপ্রদর্শক হিসেবে বোঝায়। Sidney বলেন, কবিরা শুধুমাত্র গল্প বলেন না, তারা ভবিষ্যৎ দেখার মতো ক্ষমতা রাখে। তাই তারা সমাজকে ভালো পথে পরিচালিত করতে পারে। তাই এখানে prophet অর্থে vates শব্দটি ব্যবহার করা হয়েছে।

0
Updated: 4 months ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 3 weeks ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 3 weeks ago
What does Ulysses mean by “I am become a name”?
Created: 1 week ago
A
He has lost identity
B
He is remembered only as a title
C
He has become famous for his adventures
D
He is forgotten in his kingdom
ইউলিসিস বলেন, “I am become a name”। এর মানে হলো, তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং এক নাম, এক প্রতীক। তাঁর অসংখ্য ভ্রমণ, যুদ্ধ ও অভিজ্ঞতার জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। তাঁর নাম মানুষজন জানে, যদিও হয়তো তাঁকে ব্যক্তিগতভাবে কেউ চেনে না। এটি এক ধরনের গর্বের প্রকাশ, তবে একইসঙ্গে খানিকটা হতাশাও আছে।
কারণ খ্যাতি থাকলেও যদি জীবন থেমে যায়, তবে তা অর্থহীন। এই লাইন ভিক্টোরিয়ান যুগের খ্যাতি ও ব্যক্তিগত সাফল্যের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে।

0
Updated: 1 week ago
Paronomasia in literature is -
Created: 1 week ago
A
A figure of speech using exaggerated statements for emphasis
B
A story within a story
C
A figure of speech that gives human qualities to objects
D
A play upon words which are similar in sound but different in meaning
সঠিক উত্তর: A play upon words which are similar in sound but different in meaning
Pun or Paronomasia
-
অর্থ: একটি শব্দের মজার ব্যবহার, যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের লেখায় এমনকি লেখার শিরোনামেও Pun-এর ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Hemingway-এর উপন্যাস ‘Farewell to Arms’-এর শিরোনামেও একটি Pun রয়েছে।
-
এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্র এবং প্রেমিকার হাত—উভয়ই বোঝানো হয়েছে।
-
উল্লেখ্য: অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

0
Updated: 1 week ago