ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল-
A
মূল মধ্যরেখা
B
কর্কটক্রান্তি রেখা
C
মকরক্রান্তি রেখা
D
আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরের বিবরণ
কর্কটক্রান্তি রেখা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অক্ষাংশ রেখা, যা বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করেছে। এটি নিরক্ষরেখা থেকে উত্তরে প্রায় ২৩.৫ ডিগ্রি অবস্থানে অবস্থিত এবং ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রান্ত একমাত্র প্রধান অক্ষাংশ রেখা হলো কর্কটক্রান্তি রেখা, যা দেশের মধ্যাঞ্চলের কিছু জেলা ছুঁয়ে গেছে।
• এই রেখা পৃথিবীতে সূর্যের আপাত অবস্থান নির্দেশ করে এবং বছরে একবার সূর্যের কিরণ এই অক্ষাংশে লম্বভাবে পড়ে।
• অপর বিকল্প যেমন মকরক্রান্তি রেখা বা নিরক্ষরেখা বাংলাদেশের ওপর দিয়ে যায় না, তাই সেগুলো ভুল।
• এই অক্ষাংশ রেখা জলবায়ু, ঋতুর পরিবর্তন ও দিনের আলো সময় নির্ধারণে ভূমিকা রাখে।
0
Updated: 3 hours ago
What is the geographical location of Bangladesh?
Created: 1 month ago
A
86°01' to 90°41′ east longitude
B
87°01' to 91°41′ east longitude
C
88°01' to 92°41′ east longitude
D
89°01' to 93°41′ east longitude
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তার আকার, বিস্তৃতি এবং আন্তর্জাতিক সীমার দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
কোন দেশের ভৌগোলিক অবস্থান বলতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাভিত্তিক অবস্থানকে বোঝায়।
-
বাংলাদেশ অবস্থিত ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে।
-
দেশের আয়তন প্রায় ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার (৫৬,৯৭৭ বর্গমাইল)।
-
পূর্ব থেকে পশ্চিমে দেশের বিস্তৃতি প্রায় ৪৪০ কিলোমিটার।
-
উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পর্যন্ত বিস্তৃতি প্রায় ৭৬০ কিলোমিটার।
-
দেশের প্রায় মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
-
বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
দেশের তিনপাশের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।
0
Updated: 1 month ago
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
Created: 2 months ago
A
২২° - ৩০’ ২০° - ৩৪’ দক্ষিণ অক্ষাংশে
B
৮০° - ৩১’ ৪০° - ৯০’ দ্রাঘিমাংশে
C
৩৪° - ২৫’ ৩৮’ উত্তর অক্ষাংশে
D
৮৮° ০১’ থেকে ৯২° ৪১’ পূর্ব দ্রাঘিমাংশে
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পৃথিবীর মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়ার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। দেশের অবস্থান ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
মধ্যবর্তী অবস্থানের কারণে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, ফলে দেশটি ক্রান্তীয় অঞ্চলের অংশ। বাংলাদেশের সমুদ্রসীমা প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago