The most famous romantic poet of English literature is –
A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
১৭৯৮ সালে Oscar Wilde-এর Art for Art's Sake স্লোগান নিয়ে William Wordsworth & S. T. Coleridge রচিত Preface to Lyrical Ballads প্রকাশের মাধ্যমে Romantic Age-এর যাত্রা শুরু হয়। ১৭৯৮ সালে প্রকাশিত Lyrical Ballads-এ মোট কবিতা রয়েছে ২৩টি। যার মধ্যে ১৯টি Wordsworth-এর এবং বাকি ৪টি S. T. Coleridge-এর। এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকগণ হলেন- • William Wordsworth • S. T. Coleridge • Lord Byron • P.B. Shelly • John Keats • Jane Austen • Charles Lamb • Alexander Pushkin

0
Updated: 2 months ago
In the "Preface to Lyrical Ballads," Wordsworth famously defined poetry as-
Created: 2 weeks ago
A
"A criticism of life"
B
"The spontaneous overflow of powerful feelings"
C
"Emotion recollected in tranquility"
D
Both b and c
Wordsworth কবিতার সৃষ্টিপ্রক্রিয়া বোঝাতে দুটি বিখ্যাত ধারণা উপস্থাপন করেছিলেন—“the spontaneous overflow of powerful feelings” এবং “emotion recollected in tranquility”। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কবিতা শুধু তাৎক্ষণিক আবেগ নয়, বরং আবেগের ওপর পুনর্বিবেচনা ও চিন্তাশীল রূপদানের ফল।
-
“The spontaneous overflow of powerful feelings” কবিতার সূচনালগ্নকে বোঝায়। এটি হলো হঠাৎ উদ্ভূত গভীর আবেগ বা অনুভূতি, যা কবির মনের ভেতর থেকে প্রবাহিত হয়ে আসে এবং কবিতার উৎস হিসেবে কাজ করে।
-
“Emotion recollected in tranquility” হলো কবিতার দ্বিতীয় ধাপ। কবি সরাসরি আবেগের মুহূর্তে কবিতা লেখেন না, বরং পরে শান্ত অবস্থায় সেই অনুভূতিকে স্মরণ করেন এবং ভাবনার মাধ্যমে তা পরিশীলিত করে শিল্পে রূপ দেন।
-
এই দুই ধাপ মিলেই কবিতা হয় একদিকে সতেজ ও আন্তরিক, আবার অন্যদিকে সচেতন ও পরিশীলিত।
-
Wordsworth-এর মতে এই প্রক্রিয়া কবিকে শুধু ব্যক্তিগত অনুভূতি প্রকাশের সুযোগই দেয় না, বরং পাঠকের জন্যও তা বোধগম্য ও সার্বজনীন করে তোলে।
-
এই ধারণা রোমান্টিক কাব্যচিন্তার মূল প্রতিফলন, যেখানে আবেগের স্বতঃস্ফূর্ততা ও চিন্তার সংযম মিলিত হয়ে শিল্পের পূর্ণতা আনে।
-
এর ফলে কবিতা হয়ে ওঠে মানব অভিজ্ঞতার শিল্পিত প্রতিফলন, যা একদিকে আবেগময় আবার অন্যদিকে গভীরভাবে চিন্তাশীল।

0
Updated: 2 weeks ago
In which year was Tintern Abbey composed?
Created: 1 month ago
A
1805
B
1798
C
1815
D
1789
Lines Composed a Few Miles above Tintern Abbey ১৭৯৮ সালে লেখা হয় এবং Lyrical Ballads-এর শেষ কবিতা হিসেবে প্রকাশিত হয়। এটি Wordsworth-এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা, যেখানে তিনি প্রকৃতির প্রতি তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। ১৭৯৩ সালের পর পাঁচ বছর বাদে তিনি আবার টিন্টার্ন অ্যাবে এলাকায় ফিরে আসেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে দেখেন। তাই এই কবিতা রোমান্টিক কবিতার এক গুরুত্বপূর্ণ দলিল।

0
Updated: 1 month ago
Who is known as ‘the poet of nature’ in English literature?
Created: 2 months ago
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
a. William Wordsworth- The poet of nature, Lake poet, Poet of Childhood.
b. John Milton- Epic Poet, A great master of verse in the Puritan period, blind poet. c. John Keats- Poet of beauty, poet of sensuousness.

0
Updated: 2 months ago