A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
১৭৯৮ সালে Oscar Wilde-এর Art for Art's Sake স্লোগান নিয়ে William Wordsworth & S. T. Coleridge রচিত Preface to Lyrical Ballads প্রকাশের মাধ্যমে Romantic Age-এর যাত্রা শুরু হয়। ১৭৯৮ সালে প্রকাশিত Lyrical Ballads-এ মোট কবিতা রয়েছে ২৩টি। যার মধ্যে ১৯টি Wordsworth-এর এবং বাকি ৪টি S. T. Coleridge-এর। এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকগণ হলেন- • William Wordsworth • S. T. Coleridge • Lord Byron • P.B. Shelly • John Keats • Jane Austen • Charles Lamb • Alexander Pushkin

0
Updated: 3 weeks ago
Which famous phrase in Tintern Abbey expresses human sorrow in a symbolic way?
Created: 1 week ago
A
“Clouds of glory do we come”
B
“Bliss was it in that dawn to be alive”
C
“Heaven lies about us in our infancy”
D
“The still, sad music of humanity”
এই লাইনটিতে Wordsworth মানব জীবনের দুঃখ-কষ্টকে সঙ্গীতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, মানবজীবনের বেদনা কোনো কোলাহল নয়, বরং এক গভীর ও শান্ত সুরের মতো প্রতিধ্বনিত হয়। প্রকৃতির সান্নিধ্যে তিনি সেই বেদনার মধ্যে আধ্যাত্মিক শিক্ষা খুঁজে পান। এই রূপক মানুষের বেদনা মেনে নেওয়ার পাশাপাশি তার ভেতর থেকে শান্তি ও নৈতিক শক্তি খুঁজে পাওয়ার ইঙ্গিত দেয়।

0
Updated: 1 week ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 week ago
In which poem does Wordsworth recall his youthful excitement about the French Revolution?
Created: 1 week ago
A
The Prelude
B
Daffodils
C
Tintern Abbey
D
Ode to Duty
The Prelude একটি দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা যেখানে Wordsworth তাঁর শৈশব, কৈশোর এবং রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, কীভাবে তরুণ বয়সে ফরাসি বিপ্লব তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। বিপ্লবকে তিনি মানবমুক্তির এক নতুন সূচনা হিসেবে দেখেছিলেন। কবিতায় তিনি সেই সময়কার আনন্দ, উত্তেজনা এবং ভবিষ্যতের আশার চিত্র এঁকেছেন। তবে একই সাথে তিনি পরে হতাশার কথাও লিখেছেন, কারণ সহিংসতার কারণে তাঁর সেই আশা ভেঙে যায়।

0
Updated: 1 week ago