The house is building. The passive form is-
A
A house is beeing built by us.
B
The masons are building the house.
C
It is the house which is being built.
D
The house is being built
উত্তরের বিবরণ
বাক্যটি নির্ভর করে ক্রিয়াটি কোনভাবে ঘটছে তা বোঝাতে। “The house is building” বাক্যটি ভুল, কারণ এখানে house নিজে নিজেকে build করছে, যা সম্ভব নয়। তাই এটিকে সঠিকভাবে প্যাসিভ রূপে প্রকাশ করতে হয়, যেখানে কাজটি ঘরটির ওপর ঘটছে—ঘর বানানো হচ্ছে।
• ইংরেজিতে present continuous tense-এর passive গঠনের নিয়ম হলো: am/is/are + being + past participle (V3)। এখানে active অর্থ হয় “কেউ বাড়িটি বানাচ্ছে”, তাই passive হয় “বাড়িটি বানানো হচ্ছে”।
• মূল বাক্যের অর্থগত কাঠামোতে subject হিসেবে house থাকে, কিন্তু কাজটি নিজে করে না; বরং কাজটি প্রাপ্ত হয়। তাই passive রূপে being built ব্যবহার করা বাধ্যতামূলক।
• এখানে build verbs-এর past participle হলো built, তাই “is being built” গঠনটিই present continuous passive নির্দেশ করে।
• “The house is building” ভুল কারণ continuous tense-এ কোনো বস্তু নিজের ওপর ক্রিয়া ঘটাতে পারে না; এটি কেবল active voice-এ animate subject-এর ক্ষেত্রে ব্যবহারযোগ্য।
• সঠিক বাক্য “The house is being built” অর্থগত দিক থেকে স্পষ্টভাবে জানায় যে বাড়িটি নির্মাণাধীন অবস্থায় আছে এবং নির্মাণ প্রক্রিয়া এখনো চলছে।
0
Updated: 3 hours ago
Change to passive voice:
They deliver the parcels every morning.
Created: 1 month ago
A
The parcels delivered every morning.
B
The parcels are delivered every morning.
C
The parcels will deliver every morning.
D
The parcels were delivering every morning.
Correct answer: The parcels are delivered every morning.
They deliver the parcels every morning.
বাক্যটি Present Simple Tense এ আছে (“They deliver”)।
Present Simple Passive হয়: Subject + are/is + verb-এর past participle.
Active voice এর object “The parcels” passive voice এর subject হয়।
The parcels are delivered every morning.
Other options:
Option A: The parcels delivered every morning.
অসম্পূর্ণ কারণ auxiliary verb নাই।
Option C: The parcels will deliver every morning.
Active voice এর Future tense, ভুল।
Option D: The parcels were delivering every morning.
Past Continuous tense, এখানে ভুল প্রয়োগ।
0
Updated: 1 month ago
Will the teacher be guiding the students? (passive)
Created: 1 month ago
A
Will the students be being guided by the teacher?
B
Will the students guided by the teacher?
C
Will the students being guided by the teacher?
D
Will be being guided the students by the teacher?
সঠিক উত্তর হলো – ক) Will the students be being guided by the teacher?
Interrogative Passive Voice নিয়ম:
-
Active Interrogative: Shall/Will + S + be + V(ing) + O?
-
উদাহরণ: Will the teacher be guiding the students?
-
-
Passive Interrogative: Shall/Will + S + be being + V (p.p.) + by + O?
-
উদাহরণ: Will the students be being guided by the teacher?
-
আরও উদাহরণ:
-
Active: Will Rubel be teaching his brother?
Passive: Will his brother be being taught by Rubel?
Other options ব্যাখ্যা:
-
খ) Will the students guided by the teacher? → ভুল গঠন।
-
গ) Will the students being guided by the teacher? → ভুল গঠন।
-
ঘ) Will be being guided the students by the teacher? → অপ্রাসঙ্গিক ও ব্যাকরণগতভাবে ভুল।
0
Updated: 1 month ago
The correct passive form of: Who will teach us English?
Created: 1 month ago
A
By whom we will be taught English?
B
By whom English will be taught?
C
By whom will we be taught English?
D
English will be taught by who?
Active: "Who will teach us English?" এর Passive Voice হলো "By whom will we be taught English?"
-
নিয়ম (Who যুক্ত Interrogative Sentence-এর জন্য):
-
Active sentence-এ Who কে Passive sentence-এ By whom দ্বারা প্রতিস্থাপন করতে হয়।
-
Tense এবং Person অনুযায়ী modal auxiliary verb ব্যবহার করতে হয়।
-
Active-এর Object becomes Passive-এর Subject।
-
Passive-এর Subject-এর পরে Tense অনুযায়ী be / being / been বসাতে হয়।
-
মূল Verb-এর Past Participle (V3) বসাতে হয়।
-
বাকিরা Sentence অনুযায়ী বসানো হয়।
-
প্রশ্নবোধক চিহ্ন ? দিয়ে শেষ করতে হয়।
-
-
Structure:
-
By whom + auxiliary verb + subject + V3 + ?
-
অথবা: Who + auxiliary verb + subject + V3 + by + ?
-
-
More Examples:
-
Active: Who will help you?
Passive: By whom will you be helped? -
Active: Who is writing the letter?
Passive: By whom is the letter being written? -
Active: Who has solved this problem?
Passive: By whom has this problem been solved?
-
0
Updated: 1 month ago