একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ড কত ডিগ্রী ঘুরে?
A
300°
B
360°
C
270°
D
180°
উত্তরের বিবরণ
সমাধান:
প্রতি মিনিটে চাকাটি ঘোরে = 12 বার
১ মিনিট = 60 সেকেন্ড
সুতরাং প্রতি সেকেন্ডে চাকাটি ঘুরবে—
এখন ৫ সেকেন্ডে চাকাটি ঘুরবে—
একবার ঘোরা মানে পুরো একটি বৃত্ত সম্পূর্ণ করা, অর্থাৎ—
উত্তরঃ 360°
0
Updated: 5 hours ago
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকে।
Created: 3 weeks ago
A
১৬
B
১৪
C
১২
D
৮
প্রশ্নঃ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকে?
সমাধানঃ
ধরা যাক, ঐ সংখ্যাটি ( x )।
তাহলে,
২৭ – ৩ = ২৪
৪০ – ৪ = ৩৬
৬৫ – ৫ = ৬০
অতএব, সংখ্যাটি ২৪, ৩৬ ও ৬০ – এই তিনটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করবে।
এখন ২৪, ৩৬ ও ৬০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু) নির্ণয় করি।
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৬০ = ২ × ২ × ৩ × ৫
সাধারণ গুণনীয়ক = ২ × ২ × ৩ = ১২
অতএব, ঐ বৃহত্তম সংখ্যা = ১২
উত্তরঃ ১২
0
Updated: 3 weeks ago
The sum of the ages of a father and his son is 45 years. Five years ago, the product of their ages was 4 times the father's age at that time. What are the present ages of the father and son?
Created: 2 months ago
A
10, 40
B
12, 45
C
9, 36
D
18, 64
Question: The sum of the ages of a father and his son is 45 years. Five years ago, the product of their ages was 4 times the father's age at that time. What are the present ages of the father and son?
Solution:
ধরি,
বর্তমানে বাবার বয়স = x বছর
বর্তমানে ছেলের বয়স = (45 - x) বছর
5 বছর আগে,
বাবার বয়স = x - 5
ছেলের বয়স = (45 - x) - 5 = 40 - x
প্রশ্নমতে,
(x - 5)(40 - x) = 4(x - 5)
⇒ 40 - x = 4
⇒ x = 40 - 4 = 36
∴ বাবার বর্তমান বয়স = 36 বছর
ছেলের বর্তমান বয়স = 45 - 36 = 9 বছর
0
Updated: 2 months ago
Alim was hired for a job for 7 days. Each day, he was paid Tk. 10 more than what he was paid for the previous day of work. The total amount he was paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay?
Created: 2 days ago
A
TK. 90
B
Tk. 138
C
Tk. 153
D
Tk. 160
তার প্রথমদিনের আয় x টাকা।
প্রশ্নমতে, x+x+10+x+20+x+30 = x+40+x+50+x+60
বা,4x + 60 = 3x + 150
বা, x = 90
0
Updated: 2 days ago