20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
A
4x-3
B
5x+3
C
5x-3
D
6x-3
উত্তরের বিবরণ
সমাধান:
আয়তক্ষেত্রের পরিসীমা =
এখানে,
পরিসীমা
এক বাহু
ধরি অপর বাহু =
তাহলে,
উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে,
উত্তরঃ
0
Updated: 5 hours ago
নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি। নদী পথে ৮০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
Created: 1 day ago
A
৬
B
১০
C
১২
D
কোনোটিই নয়
স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে ৮০/(১৫+৫) = ৪ ঘন্টা
এবং স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে ৮০/(১৫-৫) = ৮ ঘন্টা।
সুতরাং, যেতে আসতে মোট সময় লাগবে ৪+৮ = ১২ ঘন্টা।
0
Updated: 1 day ago
5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে 4 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য --
Created: 5 hours ago
A
9 সে.মি.
B
7 সে.মি.
C
8 সে.মি.
D
6 সে.মি.
সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ
কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত লম্ব দূরত্ব
জ্যার অর্ধেক দৈর্ঘ্য বের করার সূত্র
মান বসাই—
অতএব জ্যার পূর্ণ দৈর্ঘ্য—
উত্তরঃ ৬ সেমি
0
Updated: 5 hours ago
1/√(sec2θ - 1) = ?
Created: 2 months ago
A
sinθ
B
cosθ
C
tanθ
D
cotθ
প্রশ্ন: 1/√(sec2θ - 1) = ?
সমাধান:
1/√(sec2θ - 1)
= 1/√tan2θ [ যেহেতু sec2θ - tan2θ = 1]
= 1/tanθ
= cotθ
0
Updated: 2 months ago