দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
A
দুইটি বাহু ও এককোণ
B
তিনটি বাহু
C
এক বাহু ও দুইটি কোণ
D
তিনটি কোণ
উত্তরের বিবরণ
সমাধান:
যদি দুটি ত্রিভুজের তিনটি কোণই সমান হয়, তবে তাদের আকৃতি একই ধরনের হবে, কিন্তু আকার একই নাও হতে পারে। অর্থাৎ—কোণ তিনটি সমান হওয়া মাত্রই ত্রিভুজ সর্বসম হয় না, বরং সদৃশ হয়।
উদাহরণ হিসেবে ভাবা যায়—একটি ত্রিভুজের তিনটি বাহু এবং আরেকটি ত্রিভুজের বাহু ।
দুটি ত্রিভুজের তিনটি কোণই সমান থাকবে, কারণ তারা একই অনুপাত বজায় রাখে।
কিন্তু বাহুর দৈর্ঘ্য ভিন্ন হওয়ায় দুটি ত্রিভুজ আকারে এক নয়, তাই তারা সর্বসম নয়।
সুতরাং, তিনটি কোণ সমান হলেও ত্রিভুজের বাহু সমান না-ও হতে পারে, এজন্য ত্রিভুজ দুটি সর্বসম হবে না।
উত্তরঃ তিনটি কোণ
0
Updated: 5 hours ago
40°C এর মান ফারেনহাইটে হয়--
Created: 5 hours ago
A
120°F
B
99°F
C
104°F
D
108°F
সমাধান:
ফারেনহাইটে রূপান্তর সূত্র:
এখন,
উত্তরঃ 104°F
0
Updated: 5 hours ago
কোন শর্তে loga1 = 0?
Created: 2 months ago
A
a > 0, a ≠ 1
B
a ≠ 0, a > 1
C
a > 0, a = 1
D
a ≠ 1, a < 0
প্রশ্ন: কোন শর্তে loga1 = 0?
সমাধান:
a > 0, a ≠ 1 শর্তে,
loga 1 = 0
0
Updated: 2 months ago
2a2−4ab+4b2 রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে?
Created: 7 hours ago
A
2a2 যোগ করলে
B
2b2 বিয়োগ করলে
C
a2 বিয়োগ করলে
D
2ab যোগ করলে
সমাধান:
রাশিটি থেকে বিয়োগ করি:
এখন দেখি রাশিটি পূর্ণবর্গ কিনা—
এটি একটি পূর্ণবর্গ রাশি।
উত্তরঃ বিয়োগ করলে
0
Updated: 7 hours ago