Who is the poet of the poem “Ozymandias”?
A
P. B. Shelley
B
William Wordsworth
C
S. T. Coleridge
D
John Keats
উত্তরের বিবরণ
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelly (P.B. Shelly)। তাকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration। Shelly'র কিছু বিখ্যাত কবিতা নিম্নরূপ:
1. The Masque of Anarchy 2. The Revolt of Islam 3. Ode to the West Wind 4. Ode to a Skylark 5. Ozymandias (famous sonnet) 6. The Cloud 7. Alaster (আত্মজীবনী) 8. Queen Mab (প্রথম দীর্ঘ কবিতা) 9. When Soft Voices Die.

1
Updated: 2 months ago
What mythological figure is used to describe storm clouds?
Created: 1 month ago
A
Apollo
B
Maenad
C
Pan
D
Orpheus
দ্বিতীয় canto-তে ঝড়ের মেঘকে তুলনা করা হয়েছে Maenad-এর এলোমেলো চুলের সঙ্গে। Maenad ছিল Dionysus-এর পূজায় নৃত্যরত এক উন্মত্ত নারী। এই উপমা ঝড়ের মেঘের ভয়ংকর ও অশান্ত প্রকৃতিকে ফুটিয়ে তোলে।

1
Updated: 1 month ago
What figure of speech is found in the expression "O Wild West Wind"?
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Apostrophe
D
Hyperbole
এই পঙক্তিতে কবি "O Wild West Wind" বলে পশ্চিমা বাতাসকে সরাসরি সম্বোধন করেছেন, যেন সেটি কোনো জীবন্ত সত্তা বা ব্যক্তি। এই ধরনের প্রকাশভঙ্গিকে Apostrophe বলা হয়।
-
প্রথমত, Apostrophe হলো এমন এক figure of speech যেখানে বক্তা বা কবি কোনো জড় বস্তু, অনুপস্থিত ব্যক্তি বা বিমূর্ত ধারণাকে সরাসরি সম্বোধন করেন যেন তারা উপস্থিত এবং সচেতন।
-
দ্বিতীয়ত, এখানে কবি বাতাসকে শুধু প্রাকৃতিক শক্তি হিসেবে নয়, বরং একজন শক্তিশালী প্রাণবন্ত সত্তা হিসেবে কল্পনা করেছেন — যাকে তিনি “O” শব্দ দিয়ে আহ্বান করছেন।
-
তৃতীয়ত, এই আহ্বান বা সরাসরি সম্বোধনের মধ্য দিয়ে কবি প্রকৃতির সঙ্গে এক আত্মিক যোগাযোগ স্থাপন করেছেন, যা Romantic কবিতার একটি বৈশিষ্ট্য।
অতএব, "O Wild West Wind" লাইনে ব্যবহৃত অলঙ্কারটি Apostrophe, কারণ এখানে কবি প্রকৃতির একটি উপাদানকে জীবন্ত সত্তা হিসেবে ডেকে কথা বলেছেন।

0
Updated: 1 week ago
What poetic device is in “lift me as a wave, a leaf, a cloud”?
Created: 1 month ago
A
Metonymy
B
Repetition
C
Apostrophe
D
Parallelism
এই লাইনে Shelley বলেছেন—“lift me as a wave, a leaf, a cloud।” এখানে একই রকম কাঠামো বারবার ব্যবহার করা হয়েছে, যা Parallelism। এর মাধ্যমে কবির আকাঙ্ক্ষা ও হতাশা আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তিনি চান প্রকৃতির শক্তি তাকে তুলে নিক, যেমন তা তরঙ্গ, পাতা ও মেঘকে ভাসিয়ে নিয়ে যায়।

1
Updated: 1 month ago